আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। ৫০ মিটার রাইফেল প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে পদক জিতলেন স্বপ্নিল। এবারই অলিম্পিকে অভিষেক হল স্বপ্নিলের। আর প্রথমবারেই ইতিহাস গড়লেন তিনি।


?ref_src=twsrc%5Etfw">August 1, 2024



ফাইনালে 451.4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। বৃহস্পতিবার ৫০ মিটার রাইফেল থ্রি ফাইনালে প্রাথমিক ভাবে স্বপ্নিল ষষ্ঠ স্থানে ছিলেন 153.3 পয়েন্ট নিয়ে। প্রথম রাউন্ডের শেষে তিনি 310.1 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে আসেন। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের সের্হি কুলিশের থেকে মাত্র 0.6 পয়েন্ট পিছিয়ে ছিলেন স্বপ্নিল। প্রথম পাঁচটি স্ট্যান্ডিং শটে 51.1 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে উঠে আসেন ভারতীয় শুটার। তৃতীয় স্থান থেকে তাঁর পয়েন্টের তফাৎ ছিল মাত্র 0.4। সেখান থেকে পরপর পয়েন্ট তুলে পদক নিশ্চিত করেন।


?ref_src=twsrc%5Etfw">August 1, 2024



৫০ মিটার রাইফেল থ্রি ফাইনালে 15টি শটের তিনটি রাউন্ড হয়ে থাকে। হাঁটু গেড়ে থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং শুয়ে থাকা অবস্থায় শুট করতে হয়। তারপর থাকে এলিমিনেশন রাউন্ড। কোয়ালিফাইং রাউন্ডে স্বপ্নিল ছিলেন সপ্তম স্থানে। সেখান থেকে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ভারতকে পদক এনে দিলেন তিনি। প্যারিস অলিম্পিকে ভারতের তিনটি পদকই এল শুটিং থেকে। মানু ভকের জিতেছেন দুটি এবং স্বপ্নিলের থেকে এল একটি পদক।