আজকাল ওয়েবডেস্ক: বহু বছর ধরেই পারমাণবিক গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে দেশের সেবায় নিয়োজিত ছিলেন ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের বাবা অশোক কুমার যাদব। আর বাবার অবসর অনুষ্ঠানে উপস্থিত থেকে দিনটিকে স্মরণীয় করে তুললেন খোদ তারকা ক্রিকেটার। সপরিবারে উপস্থিত থেকে আবেগঘন ভাষণে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলেন তিনি। এদিন স্কাই-এর বাবার অবসরের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন ও সহকর্মীরা।

সূর্যকুমার আইপিএলের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও পরিবারের পাশে থাকতে এক মুহূর্তও দেরি করেননি। সাদা শার্ট ও ট্রাউজারে সজ্জিত সূর্যকুমার ভাষণের শুরুতেই হালকা ঠাট্টা-মশকরা দিয়ে মন জয় করে নেন সবার। তিনি বলেন, ‘বাবা হয়তো অফিসটাকে আর মিস করবেন না। কারণ বাড়িতে তাঁর ‘সেকেন্ড ইনিংস’ আরও মধুর হতে চলেছে।” ভাষণে উঠে আসে তাঁর শৈশবের নানা স্মৃতি—স্কুলের টিফিন দেওয়া, স্কুলে না পালাতে দেওয়া, কলেজে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা। যা শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। সবাই।

?ref_src=twsrc%5Etfw">May 29, 2025

 

তিনি আরও বলেন, ‘আমাদের জীবনে একটা সুপারম্যান থাকে, যে আমাদের পথ দেখায়। আমার জীবনে সেই সুপারম্যান আমার বাবা। আমি কীভাবে নিজের কেরিয়ার গড়ব, জানতাম না, কিন্তু বাবা এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েননি’। বাবার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে সূর্য বলেন, ‘এখন বাবা পুরো সময়টা আমাদের সঙ্গে কাটাতে পারবেন। মা, যিনি সবসময় বাবার শক্তির স্তম্ভ হয়ে থেকেছেন, তিনিও এবার তাঁর সঙ্গ উপভোগ করতে পারবেন’। সূর্যকুমারের ভাষণের ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ৩৪ বছর বয়সী সূর্যকুমার যাদব চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন। ১৪টি ম্যাচে ৬৪০ রান করে চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে-অফে পৌঁছাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।