আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্ট হারের পর ভারতীয় দলকে রিয়ালিটি চেক দিলেন সুনীল গাভাসকর। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট হারেন শুভমন গিল। দুই ইনিংস মিলিয়ে পাঁচজন শতরান করলেও, লাইন পার করতে পারেনি টিম ইন্ডিয়া। লোয়ার অর্ডার ডাহা ব্যর্থ। একাধিক ক্যাচ ফস্কায়। পঞ্চম দিনে উইকেট তুলে নিতে পারেনি বোলাররা। ভারতীয় বোলিংকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন বেন ডাকেট। ইংল্যান্ডকে জয়ের কৃতিত্ব দিলেন সুনীল গাভাসকর। পাশাপাশি টিম ইন্ডিয়ার হারের কারণও বিশ্লেষণ করেন। গাভাসকর বলেন, 'ইংল্যান্ডকে পুরো কৃতিত্ব দেব। ভারতীয় ইনিংসে পাঁচটা শতরান থাকলেও, ওরা আত্মবিশ্বাস হারায়নি। সেই কারণেই শেষের উইকেটগুলো তুলে নিতে পেরেছে। এই সুযোগটাই হাতছাড়া করে ফেলেছে ভারত। এই বাড়তি রানগুলো পার্থক্য গড়ে দিতে পারত। শুধু ক্যাচ মিস নয়, ফিল্ডিংও অতি সাধারণ ছিল। টেস্ট ক্লাস নয়। ব্যাটিং পিচ। তাই বোলারদের সমালোচনা করা যাবে না। বুমরা এত ভাল বল করেছে। ওকে সাপোর্ট দেওয়ায় মতো কেউ থাকলে ভাল হত। তবে এটা সবে প্রথম টেস্ট। আশা করব, ভারতীয় দল এর থেকে শিক্ষা নেবে। এখনও পরের ম্যাচের আটদিন বাকি।'
মাঝে সময় রয়েছে বলে প্লেয়াররা গাছাড়া মনোভাব দেখাক, চান না সানি। ঐচ্ছিক প্র্যাকটিসের কথা না ভেবে পুরোদমে অনুশীলন ডুবে যাওয়ার পরামর্শ দেন। গাভাসকর বলেন, 'পরের দু'দিন তোমরা ছুটি নিতে পারো। তবে এবার প্র্যাকটিসে মনোযোগ দেওয়া উচিত। ঐচ্ছিক প্র্যাকটিসের কথা ভুলে যাও। তোমরা এখানে ভারতের হয়ে খেলতে এসেছো। তাই নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।' সানির আশা, লিডস টেস্ট থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে প্রত্যাবর্তন করবে ভারত।
