আজকাল ওয়েবডেস্ক: আইএসএল নিয়ে তীব্র অনিশ্চয়তা। ভারতীয় ফুটবল কোন পথে এগোচ্ছে, তানিয়ে প্রশ্ন, জটিলতা রয়েছে। এরকম পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী দেশের ফুটবল পরিচালন গোষ্ঠীর কাছে আবেদন করেছেন। ভারতীয় ফুটবল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধান করতে হবে এখনই। বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী আবেগময় এক আবেদন করেছেন ইনস্টাগ্রামে। ফুটবলমহলের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে, সেই কথা প্রকাশ্যে এনেছেন সুনীল। তিনি লিখেছেন, ''আমরা পেশাদার ফুটবলাররা যারা আইএসএল খেলেছে, তারা সম্মিলিত ভাবে আবেদন করছি এবং বার্তা পৌঁছে দিচ্ছি যে ইন্ডিয়ান সুপার লিগ মরশুম শুরু করার জন্য আমরা ঐক্যবদ্ধ। খুব সহজভাবে বলছি, আমরা এখনই খেলতে চাই।'' 

সুনীল ছেত্রী আরও লিখেছেন, ''আমাদের রাগ, হতাশা এবং যন্ত্রণা এখন হতাশায় বদলে গিয়েছে। আমাদের প্রিয় খেলাটি দর্শকদের সামনে, যাদের আমরা পরিবারের অংশ বলে মনে করি, তাদের সামনে  খেলার জন্য আমরা মরিয়া। দেশে খেলা পরিচালনার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের সবার কাছে একটাই আবেদন, ফুটবল মরশুম শুরু করার জন্য যা যা করা দরকার তা যেন করা হয়। ভারতের এখন আগের চেয়েও বেশি প্রতিযোগিতামূলক ফুটবলের প্রয়োজন।''

ছেত্রী আশাবাদী। তিনি লিখেছেন, “আমরা নিজেদের কথা বলতে পারি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, পেশাদার এবং সুড়ঙ্গ থেকে বেরিয়ে মাঠে নামতে প্রস্তুত। যখনই আমাদের বলা হবে তখনই আমরা নেমে পড়ব। যাঁরা আমাদের সুন্দর খেলাটি পরিচালনা করেন, তাঁদের কাছে আমরা সৎ ভাবে অনুরোধ করছি। আমরা অনেক দিন ধরেই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে রয়েছি।'' 

দরপত্র জমা দেওয়ার দিন বাড়ানো হলেও কোনও সংস্থাই আইএসএল আয়োজনের জন্য দরপত্র জমা দেয়নি। শুক্রবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কেউই আইএসএল আয়োজন করার আগ্রহ দেখায়নি। ফলে আইএসএল হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই প্রেক্ষিতে সুনীল ছেত্রী ও অন্যান্য ফুটবলাররা আইএসএল শুরু করার জন্য আবেদন করেছেন।