আজকাল ওয়েবডেস্ক:‌ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা চ্যাম্পিয়ন হল সুগন্ধা হাই স্কুল। 


সোমবার বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে ফাইনালে গরলগাছা হাই স্কুলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে জয়ী হয় সুগন্ধা হাই স্কুল। 


৬৪ তম সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা থেকে পাঁচশোর বেশি স্কুল অংশ নিয়েছিল। নকআউট পর্যায়ের এই খেলার আরামবাগে সেমিফাইনাল হয়। সেখানে ৩–০ গোলে জয়ী হয়েছিল সুগন্ধা হাই স্কুল। সোমবার ছিল ফাইনাল। 

সুগন্ধা হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‌খেলাধুলার পরিকাঠামো ভাল নয়। তার মধ্যে থেকেও চেষ্টা করা হচ্ছে যাতে ছেলেরা খেলাধুলা চালিয়ে যেতে পারে। স্কুলের বেশিরভাগ পড়ুয়াই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসে। কয়েকটা ছেলে খুব ভাল খেলেছে। আমরা হুগলি জেলায় চ্যাম্পিয়ন হয়েছি। এরপর রাজ্যস্তরের খেলা হবে সোনারপুরে। দূরে খেলতে যাওয়ার ক্ষেত্রে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন পোলবা দাদপুর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল। তাঁর কাছেও আমরা কৃতজ্ঞ।’‌