আজকাল ওয়েবডেস্ক: ঢাকে কাঠি পড়ল ১৩৩তম ডুরান্ড কাপের। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ডুরান্ডের। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন ডুরান্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কাশ্মীরের ডাউনটাউন হিরোজ। জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান এদিন শুরু হয় হেলিকপ্টার শো দিয়ে। প্রত্যেক বছরই ভারতীয় সেনাবাহিনীর তরফে অভিনবত্বের কিছু না কিছু চেষ্টা থাকে।








ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা হেলিকপ্টার শো করেন যুবভারতীর ওপর। দেশের প্রত্যেকটি রাজ্যের প্রতীক হিসেবে সেখানকার নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা। এরপর নাচের মাধ্যমে ফেন্সিং খেলা দেখানো হয়। প্যারেড হয় নৃত্যশিল্পীদের। ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বারের মত এবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানায় ডুরান্ড কর্তৃপক্ষ।









কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর নাগাদ দিল্লি থেকে ফিরেও আসেন মমতা। তখনই জল্পনা শুরু হয় ডুরান্ডের উদ্বোধন করবেন মমতাই। স্টেডিয়ামের গেটে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। শেষে অবশ্য আসেননি মমতা। ডুরান্ডের উদ্বোধন হল অরূপ বিশ্বাসের হাত ধরেই।