আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ভারতের দুরন্ত ফিরে আসাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। ভারতের এই জয়ের রূপকার অনেকে। শুভমান গিল, আকাশদীপ। 

শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন। 

অন্য দিকে আকাশদীপ দুই ইনিংস মিলে ১০ উইকেট নেন। প্রথম ইনিংসে চারটির পরে দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। 

ম্যাচ জেতার অন্যতম কারিগরও তিনি। এই জয় তিনি উৎসর্গ করছেন তাঁর দিদিকে। আকাশদীপের দিদি গত দু'মাস ধরে ক্যানসারে আক্রান্ত। খেলার শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে আকাশদীপকেবলে শোনা গিয়েছে, তিনি তাঁর দিদির মুখে হাসি ফোটাতে চান। যখনই  বল হাতে তিনি দৌড়ন, তখনই দিদির লড়াইয়ের কথা তাঁর স্মরণে আসে। 


ইংল্যান্ডের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েন আকাশদীপ। বাংলার পেসার ছাপিয়ে যান চেতন শর্মা, জাহির খান ও জসপ্রীত বুমরাহকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দুই ইনিংসেই নতুন বলে নজর কাড়েন আকাশদীপ। প্রথম ইনিংসে ২০ ওভারে ৮৮ রান দিয়ে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২১.১ ওভারে ৯৯ রান দিয়ে নেন  ৬ উইকেট।  দুই ইনিংসে মোট ৪১.১ ওভার বল করে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন আকাশদীপ। 

ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ভারতীয় বোলার এক টেস্টে ১০ উইকেট নিলেন। এর আগে ১৯৮৬ সালে এজবাস্টনেই ১০ উইকেট নিয়েছিলেন চেতন। তিনি দিয়েছিলেন ১৮৮ রান। আকাশদীপ দিয়েছেন ১৮৭ রান। 

 আকাশদীপ ছাপিয়ে গিয়েছেন বুমরাহ ও জাহিরকে। ২০২১ সালে বুমরাহ ইংল্যান্ডের মাটিতেই ১১০ রানের বিনিময়ে নেন ৯টি উইকেট।  ২০০৭ সালে জাহির খান ১৩৪ রান দিয়ে নেন  ৯ উইকেট। আকাশদীপ ১০ উইকেট নিয়ে কীর্তি গড়েন।