আজকাল ওয়েবডেস্ক: 29 জুলাই মোহনবাগান দিবস। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে মোহনবাগান ক্লাব। বিশেষ দিনটির সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে ক্লাবে। পাশাপশি, 29 জুলাই থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র টিম। কোচ হোসে মলিনা এবং বাকি ফুটবলাররা তার আগেই চলে আসছেন কলকাতায়।
ফলে, এই বছর 29 জুলাই ঘিরে উন্মাদনা ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও। কিন্তু তার মধ্যেও আলাদা করে মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস। 28 জুলাই এবং 29 জুলাই দুদিন আলাদা আলাদা কর্মসূচি রয়েছে তাঁর। জানা যাচ্ছে, আগামী বছর মোহনবাগান ক্লাবে নির্বাচন রয়েছে। সে কারণে এই বছর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি। মোহনবাগান দিবস পালন করাও সেই কর্মসূচির এক পদক্ষেপ।
28 জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হবে সৃঞ্জয় বোসের। মোহনবাগান ফ্যান ক্লাব গুলির উদ্যোগে আয়োজিত একাধিক রক্তদান শিবিরেও উপস্থিত থাকবেন তিনি। 29 জুলাই একাধিক ক্লাবকে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি, সেদিনও রক্তদান শিবিরে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
ফলে, এই বছর 29 জুলাই ঘিরে উন্মাদনা ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও। কিন্তু তার মধ্যেও আলাদা করে মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস। 28 জুলাই এবং 29 জুলাই দুদিন আলাদা আলাদা কর্মসূচি রয়েছে তাঁর। জানা যাচ্ছে, আগামী বছর মোহনবাগান ক্লাবে নির্বাচন রয়েছে। সে কারণে এই বছর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি। মোহনবাগান দিবস পালন করাও সেই কর্মসূচির এক পদক্ষেপ।
28 জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হবে সৃঞ্জয় বোসের। মোহনবাগান ফ্যান ক্লাব গুলির উদ্যোগে আয়োজিত একাধিক রক্তদান শিবিরেও উপস্থিত থাকবেন তিনি। 29 জুলাই একাধিক ক্লাবকে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি, সেদিনও রক্তদান শিবিরে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
