আজকাল ওয়েবডেস্ক: ফুটবল মাঠে অকালেই চলে গেল একটা তাজা প্রাণ।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ডিভিশনের ম্যাচের আগে গা ঘামানোর সময়ে মাটিতে লুটিয়ে পড়লেন ২২ বছরের তরুণ তাজা এক ফুটবলার। তাঁর নাম সিনামান্ডলা জোন্ডি।
তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। ডিফে্ন্সের খেলোয়াড় তিনি। খেলতেন ডারবান সিটির হয়ে।
মঙ্গলবার মিলফোর্ড এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
২২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাঁর মৃত্য়ুর কারণ অবশ্য এখনও জানা যায়নি।
পেশাদার ফুটবলে ২০২১ সালে অভিষেক হয়েছিল জোন্ডির। সেই খেলোয়াড়ের যাত্রা যে এত দ্রুত শেষ হয়ে যাবে তা কে জানত।
