আজকাল ওয়েবডেস্ক: স্কোরবোর্ড বলছে, ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে করেছে ৫ উইকেটে ৪১৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে ৭২ রানে। ৩৪২ রানে ইংল্যান্ড জিতে নেয় সিরিজের তৃতীয় ওয়ানডে। যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজ জেতে ২-১-এ। কিন্তু শেষ ম্যাচটায় যেভাবে অসম্মানিত হতে হল প্রোটিয়া ব্রিগেডকে, যেভাবে ইংল্যান্ডের কাছে বিশাল এক ব্যবধানে হার মানতে হল, তা লজ্জাজনক। প্রোটিয়া কোচ কনরাড এই হার মেনে নিতে পারছেন না।

সাউদাম্পটনে বল গড়িয়েছিল তৃতীয় ওয়ানডের। ইংল্যান্ডের পাহাড়প্রমাণ রানের সামনে পিষ্ট হল দক্ষিণ আফ্রিকা। ২০.৫ ওভারেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের প্রতিরোধ। এটাই ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর৩৪২ রানে হার দক্ষিণ আফ্রিকার। ওয়ানডে-র ইতিহাসেই কোনও দলের এটাই সবথেকে বড় ব্যবধানে হার। 

আরও পড়ুন: খালি পেটে মোহনবাগানের হয়ে গোল করেছেন, হিরের দর্পচূর্ণের চাকরিহীন নায়কের আর্তি, 'এই সরকার যদি আমার কথা

দক্ষিণ আফ্রিকাই আগে হেরেছিল ২৭৬ রানে। সপ্তাহ দুয়েক আগের সেই ম্যাচ হয়েছিল ম্যাকাইয়ে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া১৫ দিনের ব্যবধানে দুটো বড় হার হজম করতে হল দক্ষিণ আফ্রিকাকে। 

প্রথমে অস্ট্রেলিয়া, পরে ইংল্যান্ড, দুই সিরিজেই প্রথম দু' ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে এসে হতশ্রী ভাবে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন,“আজ দিনটা আমাদের ভাল গেল না। ইংল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে না পারলে মুখ থুবড়ে পড়তে হবে।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও যে প্রায় একই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করেন প্রোটিয়া কোচ। তিনি বলছেন, ''এমনটা অস্ট্রেলিয়াতেও হয়েছেসিরিজে ২-০-এ এগিয়ে যাওয়ার পর আমরা পথ হারিয়ে ফেলি।''

দুটি ম্যাচের ছবিটাও ছিল প্রায় এক। ব্যাটিং তো খারাপই হয়েছে, ফিল্ডিংবোলিংও হয় নিম্নমানেরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াইড করেছিল ১৫টি। ক্যাচ পড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি ওযাইড হয়ক্যাচ ফস্কায় দু'টি। ২৩ রানে জীবন ফিরে পেয়ে পঞ্চাশ করেন করেন জেমি স্মিথ। ৪৪ রানে জ্যাকব বেথেল জীবন পেলে থামেন সেঞ্চুরি করে।

দক্ষিণ আফ্রিকা কোচের মতে, বোলিং ভাল না হলে তার প্রভাব পড়ে ফিল্ডিংয়ে। তিনি বলছেন, ''কভারে স্মিথের ক্যাচ ফেলে ম্যাথু ব্রিটস্কি। ১০ বারের মধ্যে ৯বারই ও ক্যাচটা ধরবে। তবে এই হার, এই হতশ্রী ফিল্ডিং নিয়ে অজুহাত দিচ্ছি না।'' 

ইংল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে হারের পর শাস্তির খাঁড়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার উপরে। মন্থর ওভার রেটের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। হারতেও হল আবার জরিমানাও গুনতে হল প্রোটিয়াদের। 

আরও পড়ুন: ‘স্যামসনকে বাদ দেওয়ার সাহস গিলও দেখাবে না’, এশিয়া কাপের আগে বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকার...