আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি। শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধিতা করেন প্রাক্তন বোর্ড সভাপতি। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে মুম্বইকর। পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ রান তাঁর। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন শ্রেয়স। কিন্তু তাঁকে দলেই রাখা হয়নি। সৌরভ মনে করেন, বর্তমান ফর্মের বিচারে শ্রেয়সের দলে জায়গা পাওয়া উচিত ছিল। কোনও রাখঢাক না করে স্পষ্ট জানান, তাঁর বাদ পড়া উচিত হয়নি। সৌরভ বলেন, 'গত এক বছরে সেরা ফর্মে আছে। ওর দলে থাকা উচিত ছিল। শেষ এক বছর ওর খুব ভাল গিয়েছে। ওর বাদ পড়া উচিত হয়নি। চাপের মুখে ভাল খেলছে, দায়িত্ব নিচ্ছে, শর্ট বলও ভাল খেলছে। টেস্ট ক্রিকেট আলাদা হলেও, আমি ওকে এই সিরিজে দলে রাখতাম।' 

শ্রেয়সের বাদ পড়া নিয়ে এর আগেও সোচ্চার হয় অনেকেই। গত এক বছরে একাধিক সাফল্য পেয়েছেন। এই প্রেক্ষিতে তাঁর বাদ পড়া বেশিরভাগই মেনে নিতে পারেনি। বিশেষ করে যখন বিরাট এবং রোহিতের মতো দু'জন অভিজ্ঞ তারকা নেই। এই জায়গায় মিডল অর্ডারে স্থায়িত্ব দিতে পারতেন শ্রেয়স। আইপিএল চলাকালীনই ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়। বাদ পড়ার পর সাময়িকভাবে মুষড়ে পড়েন। কিন্তু সেটা ঝেড়ে ফেলে কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেন। আইপিএলের পরও সাফল্য অব্যাহত। পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পর আরও একটি পালক যুক্ত হয় তাঁর মুকুটে। টি-২০ মুম্বই লিগের ফাইনালে তোলেন সোবো মুম্বই ফ্যালকনসকে। অধিনায়ক হিসেবেও অব্যাহত সাফল্য। গত এক বছরে নেতা হিসেবে শ্রেয়সের চতুর্থ ফাইনাল। এমন সাফল্যের পরও এই উপেক্ষা মেনে নিতে পারছেন না সৌরভ।