আজকাল ওয়েবডেস্ক: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা ছিল তাঁর গালে সজোর থাপ্পর।
স্ট্ুয়ার্ট ব্রডের এক ওভারে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। ভারতের বাঁ হাতি তারকার ছয় ছক্কা ব্রডের কেরিয়ার তৈরি করতে সাহায্য করেছিল বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার।
টেস্টে ৬০৪টি উইকেট শিকারী স্ট্ুয়ার্ট ব্রড। সেই তারকা পেসার ম্যাথু হেডেনের পডকাস্টে বলেন, ''সেই সময়ে আমি সাত-আটটা ওয়ানডে খেলেছিলাম। তখনও একটিও টেস্ট ম্যাচ খেলিনি। আমার সোনালি চুল ছিল। তার পরই মুখে সজোরে এক থাপ্পর।''
স্টুয়ার্ট ব্রড জানান, যুবির ছয় ছক্কা তাঁর কাছে অ্যালার্মের মতো। সেই সময় ব্রড বুঝতে পেরেছিলেন তাঁকে এবার উন্নতি করতে হবে।
ব্রড সেই পডকাস্টে বলেন, ''২০-২১ বয়সে কঠিন বাস্তবটা বুঝতে পেরেছিলাম। আমাকে আরও ভাল করতে হবে, আমাকে এই ডেলিভারি শিখতে হবে, এসব ভেবে পাঁচ বছর নষ্ট করিনি। আমি ওয়ারিয়র মোড নামে একটি কাঠামো তৈরি করেছিলাম। আমার বয়স যখন ২৫-২৬ বছর হল, ততদিনে আমি একজন সেরা পারফরমার হিসেবে ঠিক যে জায়গায় পৌঁছতে চেয়েছিলাম, সেখানেই পৌঁছেছিলাম। কখন আমি খারাপ বোলিং করছি, কখন আমার শরীরী ভাষা ঠিক হচ্ছে না, এবং কীভাবে তা ঠিক করতে হবে, সেটা বুঝতে পারতাম।''
যুবরাজ সিংয়ের ওই ছয় ছক্কা না হলে স্টুয়ার্ট ব্রডের কেরিয়ার হয়তো ডানা মেলত না। ওই ছ'টি ছক্কা ব্রডকে একপ্রকার শিক্ষা দিয়ে গিয়েছিল। ১৬৭টি টেস্টে ৬০৪টি উইকেটের মালিক তিনি। অন্যদিকে ৩৪৪টি ম্যাচে ৮৪৭টি আন্তর্জাতিক উইকেট সংগ্রহকারী তিনি।
