আজকাল ওয়েবডেস্ক: তিনি ভারত-খ্যাত ক্রিকেটার। বলা ভাল ভারত-খ্যাত পেসার। তাঁর বিষাক্ত বোলিংয়ে বিপক্ষ ব্যাটারের রাতের ঘুম উবে যায়। সেই মহম্মদ সামির বোনের নাম রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পে।
শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম উত্তরপ্রদেশের বেশ কিছু নথিপত্র সর্বসমক্ষে এনেছে। সেখানেই দেখা গিয়েছে, এই মনরেগা প্রকল্পের আওতায় অর্থ পেয়েছেন সামির ভগ্নীপতি। সামির বোন শাবিনা অঞ্জুমের নামও রয়েছে সেখানে।
যদিও এই বিষয় নিয়ে সামি কোনও মন্তব্য করেননি। তাঁর পরিবারের কেউই এবিষয়ে মন্তব্য করেননি। চোটের জন্য দীর্ঘসময় সামি জাতীয় দলের হয়ে খেলেননি। চোট সারিয়ে ফেরেন ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তিনি ছিলেন। নতুন বল হাতে সামিকে দেখা গেলেও আগের সামিকে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ছন্দে ফিরতে সামির এখনও কিছুটা সময় লাগবে।
তবে এবার সম্পূর্ণ অন্য কারণে সামির নাম জড়িয়ে গেল। সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর হলেন ভারতের তারকা পেসার।
