আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসের ব্যর্থতার পর কটাক্ষের মুখে শুভমন গিল। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দল ঘোষণার পর থেকেই চর্চায় ভারতের তরুণ নেতা। লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি ঘোষণার পর থেকেই ২৫ বছরের তরুণের ওপর যাবতীয় স্পটলাইট। কিন্তু তাঁর ওপর আস্থার মর্যাদা রাখেন। প্রথম দুই টেস্টে জোড়া শতরান এবং একটি দ্বিশতরান করেন। কিন্তু লর্ডস টেস্টে চ্যালেঞ্জের মুখে পড়েন। ব্যাটার এবং অধিনায়ক হিসেবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মাত্র ১৬ এবং ৬ রান করেন। তবে তার থেকেও বেশি উল্লেখযোগ্য বিষয় হল জ্যাক ক্রলির সঙ্গে তর্কে জড়িয়ে পড়া। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেই খারাপ ফর্ম অব্যাহত থাকে। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী মাত্র ১২ রানে ফেরেন। বেন স্টোকসের বলে এলবিডব্লু হন। 

প্রথম দুই টেস্টে দুর্ধর্ষ ফর্মে থাকার পর আচমকা পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। তার কারণ খোঁজার চেষ্টা করলেন ভারত এবং ইংল্যান্ডের দুই প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর এবং জোনাথন ট্রট। মঞ্জরেকর বলেন, 'লর্ডসে তৃতীয় দিনের ঘটনার পর শুভমন গিল একটু নড়বড়ে হয়ে গিয়েছে। এর আগেও ও আগ্রাসী শট খেলেছে। এই বলটা ভাল ছিল। তবে আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে প্রথম দুই টেস্টে প্রচুর রান করেছে। আমি এই আউটের সঙ্গে আগের দিনের ঘটনা জুড়তে চাই না। কিন্তু আচমকা ও রান পাচ্ছে না। এটা রিয়ালিটি চেক। রক্ষণাত্মক শট খেলতে গিয়ে আউট হচ্ছে। একটু নড়বড়ে দেখাচ্ছে। লর্ডসে তৃতীয় দিনের পর অনেক কিছু বদলে গিয়েছে। ও ভারতে সুপারস্টার। ইংল্যান্ড‌ও গোটা জগৎ ওর পায়ের তলায় ছিল। হঠাৎ সবকিছু বদলে গিয়েছে।' 

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আরও একধাপ এগিয়ে গিলকে 'ভিলেন' অ্যাখ্যা দেন। ট্রট বলেন, 'আচমকা ব্যাটার থেকে ভিলেন হয়ে গিয়েছে। লর্ডসে তৃতীয় দিনের মতো। ব্যাটিং থেকে ফোকাস সরে গিয়েছে। ও যেভাবে নিজেকে সামলেছে, একইভাবে তাঁকে আহ্বান জানানো হয়েছে। প্রথম দুটো টেস্টে শুভমন গিল ব্যাটার ছিল। কিন্তু তারপর থেকে নিজেকে টার্গেট বানিয়ে ফেলেছে। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে কতক্ষণ লাগে সেটাই দেখার।' 

অধিনায়ক হিসেবে তিনটে টেস্ট খেলে ফেলেছেন শুভমন গিল। ব্যাট হাতে সফল হলেও, অধিনায়ক হিসেবে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। তারমধ্যে লর্ডস টেস্টে অচেনা গিলকে চাক্ষুষ করে বিশ্বক্রিকেট। যা এতদিন সাধারণ দর্শকের থেকে লুকোনো ছিল। শুভমন সাধারণত শান্ত স্বভাবের। খুব বেশি দেখনদারি নেই। বিরাট কোহলির সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। কিন্তু লর্ডসে এক অন্য গিলকে দেখা যায়। সতীর্থদের হয়ে মাঠে ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে চোখে চোখ রেখে লড়েন টিম ইন্ডিয়ার তরুণ নেতা। মাঠে তাঁর এনার্জি দেখে সবাই চমকে যায়। অনেকেই তাঁর সঙ্গে কোহলির তুলনা টানে। এখানেই প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। 

ভারতের প্রাক্তন তারকা মনে করেন, দৃষ্টি আকর্ষণের জন্য বিরাটকে নকল করেন তরুণ অধিনায়ক। মঞ্জরেকর বলেন, 'কেউ ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করতে পারে। আমরা ভারতীয়। আমরা কারোর থেকে কম নয়। এটাই আমাদের মাইলেজ দেয়। আশা করছি শুভমন গিল সেটার জন্য করেনি। বিরাট কোহলি যা করেছে, সেটা ওর স্বভাব। ওর ক্রিকেট এবং ব্যাটিং সেটার জন্যই পরিচিত। কিন্তু শুভমন গিলের আগ্রাসন স্বাভাবিকভাবে আসে কিনা জানা নেই। কোহলি ব্যাট করতে নামলে, ও ওদের চোখে চোখ রেখে শতরান করত। কিন্তু শুভমন গিলের শরীরীভাষা আলাদা। ও প্রায় ডন ব্র্যাডম্যানের মতো ব্যাট করেছে। তাতেই বোঝা যাচ্ছে, আগ্রাসী মনোভাব ওর স্বভাবচরিত নয়।' দ্বিতীয় ইনিংসেও সবার নজর থাকবে ভারতের তরুণ অধিনায়কের দিকে।