বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। সেই কারণেই সাড়ে সাতি চলছে ৩ রাশির, তালিকায় রয়েছে মেষ, কুম্ভ এবং মীন। শনির সাড়ে সাতি চলা মানে জীবন বাধা, বিপত্তিতে জর্জরিত হয়ে থাকা। কিন্তু এই কঠিন সময়ের মধ্যেই এই ৩ রাশির জ্যাকপট লাগতে চলেছে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
২০২৬ সালের জানুয়ারি মাসে শনির রাশি মকরে ৪ গ্রহ মিলে জুটি বানাতে চলেছে। আর সেই কারণেই তৈরি হবে রাজযোগ। মকর রাশিতে এই মাসে বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গল জুটি বাঁধবে। ফলে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ, হংস মহাপুরুষ রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ এবং মঙ্গলাদিত্য রাজযোগ। ফলে এই ৫ রাশির রাজযোগে একেবারে মালামাল হবে ৩ রাশির জাতকেরা। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
মেষ: এই রাশির বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম ধাপ চলছে। জানুয়ারিতে তৈরি হওয়া এই রাজযোগের কারণে মেষ রাশির জাতকদের কেরিয়ারে যত বাধা, বিপত্তি তৈরি হচ্ছিল সেটা কেটে যাবে। সহকর্মীদের কারও ষড়যন্ত্রে চাকরির জায়গা যে টলমল হয়েছিল সেটা ঠিক হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
মানসিক চাপ কমবে। সমাজে আপনাদের মান সম্মান বাড়বে। সরকারি ক্ষেত্রে লাভ পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। অফিসে ভাল বাতাবরণ থাকবে। ব্যবসায় কোনও সমস্যা তৈরি হয়ে থাকলে বা চললে, সেটা কেটে যাবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
কুম্ভ: এই রাশি বর্তমানে শনির সাড়ে সাতির তৃতীয় ধাপে রয়েছে। এমনই কুম্ভ রাশির অধিপতি হলেন শনি, তাই তাদের উপর বিশেষ ক্রুর দৃষ্টি দেন না। আর এই মাসে তৈরি হতে চলা রাজযোগের কারণে সুখ, সুবিধা বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
জীবনে যে একের পর এক অশান্তি, ঝামেলা চলছিল সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। কোনও তীর্থক্ষেত্রে যেতে পারেন। মানসিক শান্তি ফিরে আসবে। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে কিনতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
মীন: এই রাশিতে শনির সাড়ে সাতির দ্বিতীয় ধাপ চলছে। সাড়ে সাতির সবথেকে কষ্টকর অধ্যায় এটি। কিন্তু হলে কী হবে, এই সময় রাজযোগের কারণেই হঠাৎ ধনলাভ হবে। বৃদ্ধি হবে আয়। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
কোনও গুরুত্বপূর্ণ কাজ, যা এতদিন হতে গিয়েও হচ্ছিল না সেটা হবে। সেই কাজের জন্য বন্ধুদের সাহায্য পাবেন। কেরিয়ারে উন্নতি হবে। পারিবারিক সম্পর্কে যে টানাপোড়েন চলছিল সেটা মিটে সুখ ফিরে আসবে। ছবি- এআই দ্বারা নির্মিত