আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে লর্ডস টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে এদিন ভারতীয় দলের নেট সেশনে একশো শতাংশ উপস্থিতি ছিল না। এদিন ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছিল। তাতে অংশ নেয়নি একাধিক ক্রিকেটার। এই তালিকায় ছিলেন শুভমন গিল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, কেএল রাহুল, এবং যশস্বী জয়েসওয়াল। এদের প্র্যাকটিসে না থাকার কোনও কারণ জানানো হয়নি। তবে উইম্বলডন দেখতে যান ঋষভ পন্থ। স্যুটে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন। ট্র্যাভেল ডের পরের দিন কিছুটা হালকা মেজাজেই ছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। লর্ডসে যে প্রথম একাদশ খেলবে, তারমধ্যে এদিনের অনুশীলনে ছিলেন করুণ নায়ার, যশপ্রীত বুমরা, নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা। গৌতম গম্ভীরের তীক্ষ্ণ দৃষ্টিতে প্র্যাকটিস সারেন এরা। প্রস্তুতি সারেন শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংও। লর্ডসে প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় দলে ফিরবেন বুমরা। এদিন বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে ড্রিল করতে দেখা যায় প্রসিদ্ধকে।
এদিনের সেশন হালকা ছিল। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে ভারতীয় ক্রিকেটাররা। সবার নজর বুমরার দিকে ছিল। এদিন হালকা ট্রেনিং করেন ভারতীয় পেসার। স্ট্রেচিং, স্পট বোলিং করতে দেখা যায় তাঁকে। তারপর নেটে বেশ কিছুক্ষণ ঘাম ঝরান। সতীর্থদের বল করেন বুমরা। সবশেষে ব্যাটিংও প্র্যাকটিস করেন। করুণ নায়ার এবং সাই সুদর্শনকে দীর্ঘক্ষণ বল করেন। বাকিরা যথাযথ ট্রেনিং সারে। নেটে দীর্ঘ সময় ধরে বল করতে দেখা যায় নীতিশ কুমার রেড্ডিকে। প্রথম দুটো টেস্টে সুযোগ না পেলেও বল করেন কুলদীপও। ব্যাটিংয়ে ফোকাস করেন রবীন্দ্র জাদেজা। তারপর গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় ভারতীয় অলরাউন্ডারকে। এজবাস্টন টেস্ট জেতায় মোমেন্টাম ভারতের দিকে রয়েছে। ব্যাটারদের পাশাপাশি ছন্দে বোলাররাও। লর্ডসে বুমরা ফেরায় বোলিং আরও শক্তিশালী হবে। দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন হয়ত ভাঙতে চাইবেন না গম্ভীর। শুধু প্রসিদ্ধের জায়গায় দলে ফিরবেন বুমরা।
