আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে মারাত্মক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। ৩১ বছর বয়সী তারকা ক্রিকেটার মুম্বইয়ে ফের ব্যাট ধরলেন। ব্যাট করার সময়ে তাঁর মধ্যে অস্বস্তি দেখা যায়নি। ব্যথাও অনুভব করেননি। শ্রেয়সের ব্যাট ধরা টিম ইন্ডিয়ার জন্য ভাল খবর। মাঠে প্রত্যাবর্তনের জন্য বড় পদক্ষেপ করেলন শ্রেয়স আইয়ার। 

ব্যাটিং সেশনের পরে মুম্বইয়ের এই ব্যাটার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য রওনা দেন। মাঠে তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি। আইয়ার দ্রুত সেরে উঠে মাঠে ফিরতে চান। ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফি খেলে ম্যাচ ফিটনেস বাড়াতে আগ্রহী। আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে নামাই এখন লক্ষ্য শ্রেয়স আইয়ারের। 

বিসিসিআই-এর এক সূত্র বলেছেন, ''অস্ট্রেলিয়ায় চোটের কবলে পড়ে শ্রেয়স আইয়ার। সেই চোট তাঁকে ছিটকে  দেয় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। ভাল দিক হল এখন চোটের নামমাত্র নেই শ্রেয়সের। মুম্বইয়ে ব্যাট করার সময়ে কোনও সমস্যায় পড়তে হয়নি ওকে। ভারতের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের সঙ্গে। সেটায় শ্রেয়স নামবে কিনা সময় বলবে। তবে বিজয় হাজারে ট্রফিতে পরের দিকে শ্রেয়সকে খেলতে দেখা যেতে পারে।'' 

সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই সময়ে ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারি। বোলার হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪-তম ওভারের ঘটনা। 

ক্যারির শটটা উপরে উঠে গিয়েছিল। উল্টোদিকে বেশ কিছুটা ছুটে গিয়ে বলটি তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য রাখতে না-পেরে মাটিতে পড়ে যান। সেই চোট শ্রেয়স আইয়ারকে দীর্ঘসময় মাঠের বাইরে ছিটকে দেয়। চোটমুক্ত হয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন শ্রেয়স আইয়ার।