আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ফরম্যাটে এখনকার সময়ের অন্যতম সেরা ব্যাট শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স আইয়ার ভাগ্য বিড়ম্বিত এক ক্রিকেটার

এশিয়া কাপের দলে সুযোগ পান না। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পরেও তাঁকে ছেড়ে দেয় ম্যানেজমেন্ট। কলকাতা ছেড়ে চলে যান পাঞ্জাবে। সেই ফ্র্যাঞ্চাইজিকেও ফাইনালে তোলেন। এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টশ্রেয়স আইয়ার এই ফরম্যাটে দুর্দান্ত খেলোয়াড়। তবুও তাঁকে ছাড়াই ভারতীয় দল চলে যায় এশিয়া কাপ খেলতে। তিনি পড়ে থাকেন দেশে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে সান্ত্বনাসূচক ভারতীয় এ দলের ক্যাপ্টেন বানিয়ে দেয়। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন শ্রেয়স। এহেন শ্রেয়স আইয়ার ইউটিউভবে কেকেআর প্রসঙ্গে মুখ খুলেছেন। শ্রেয়স বলেছেন, ''একজন অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু দিতে পারি। যদি আমি সেই সম্মান পাই, তাহলে যে কোনও কিছু অর্জন করা সম্ভব।"

আরও পড়ুন: এশিয়া কাপে এই তারকা সূর্যর চিন্তা কমাতে পারেন, প্রতি ম্যাচে করবেন ৪ ওভার ...

পাঞ্জাবে শ্রেয়স ক্যাপ্টেন ছিলেন। সেই ফ্র্যাঞ্চাইজি থেকে দারুণ সমর্থন পেয়েছিলেন তিনি। শ্রেয়স সেই প্রসঙ্গে বলছেন, ''পাঞ্জাবে এটাই ঘটেছিল। ওরা আমাকে প্রয়োজনীয় সমস্ত সমর্থন দিয়েছে। কোচ, ম্যানেজমেন্ট বা খেলোয়াড়...সব কিছুতে আমার পাশে থেকেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতকে আমি সাহায্য করার পর, পাঞ্জাব কিংসের সমস্ত স্টেকহোল্ডার আমার কাছ থেকে শুনতে এবং আমার অবদানের প্রতি আগ্রহী ছিলেন''

শ্রেয়সের সংযোজন, ''পাঞ্জাবের প্রতিটি বিষয়ের সঙ্গে আমি ওতোপ্রতোভাবে জড়িত ছিলাম। কেকেআরের সঙ্গে সেভাবে মিশে যেতে পারিনি আমি''আইপিএলে অনবদ্য পারফরম্যান্স শ্রেয়সের। তাঁর নেতৃত্বে ১০ বছর পর ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর বলেন, ''শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।''

বোর্ডের মুখ্য নির্বাচকের এই কারণ বুঝতে পারেননি অভিষেক নায়ার। ১৫ জনের কথা তিনি ধরছেন না, এমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি। অভিষেক নায়ার বলেন, ''এশিয়া কাপের ২০ জনের দলে কেন শ্রেয়স আইয়ারকে রাখা হল না আমি বুঝতে পারছি না। আমি চূড়ান্ত ১৫ জনের কথা বলছিই না। আমি ২০ জনের দলের কথা বলছি। যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, টি-২০ তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স।''  নজরে টি-২০ বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়। 

আরও পড়ুন:  এশিয়া কাপের পুরস্কারমূল্য বাড়ল, কতটা জানলে চমকে যেতে হবে