আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।

এশিয়া কাপের বল গড়ানোর আগে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল ইঙ্গিত দিলেন, প্রতিটি ম্যাচে শিবম দুবে চার ওভার করে বল করতে পারেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার বলেন, ''আমার মতে, শিবমের মতো একজনকে দলে রাখা গুরুত্বপূর্ণ যে চার ওভার বল করতে পারবে'' মর্কেলের এহেন মন্তব্যের পরে অনেকেই মনে করছেন এশিয়া কাপে শিবম দুবে চার ওভার হাত ঘোরাতে পারেন।

আরও পড়ুন: খালি পেটে মোহনবাগানের হয়ে গোল করেছেন, হিরের দর্পচূর্ণের চাকরিহীন নায়কের আর্তি, 'এই সরকার যদি আমার কথা

এদিকে, এশিয়া কাপের বল গড়ানোর আগে একপ্রকার চৈতাবনীই দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফসূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত তৃতীয় অলরাউন্ডারের অভাব বোধ করবে বলে জানান কাইফ। তিনি বলছেন, ''রোহিতের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তিনজন অলরাউন্ডার নিয়ে। অক্ষর, জাদেজা ও হার্দিক ছিল। এর অর্থই হল ৬ জন বোলিং অপশন এবং ব্যাটিং শক্তি আট নম্বর পর্যন্ত ছিল। এশিয়া কাপে দু'জন মাত্র সত্যিকারের অলরাউন্ডার-হার্দিক এবং অক্ষর। ভারতকে নতুন উইনিং কম্বিনেশন খুঁজতে হবে। ওয়াশিংটন সুন্দরের অভাব অনুভূত হবে।''

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালেএবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

 

পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

সুপার ৪

২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার

২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার

ফাইনাল

২৮ সেপ্টেম্বর 

আরও পড়ুন: ওমানকে হারিয়ে নেশনস কাপে তৃতীয় ভারত, ভারতের 'মোরিনহো' খালিদকে জেতালেন গুরপ্রীত ...