আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন শিবম দুবে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তিন উইকেট তুলে নেন। অলরাউন্ডার হিসেবে সেইভাবে প্রতিষ্ঠিত নন। দলের একনম্বর অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। কিন্তু বুধবার সবাইকে চমকে দেন শিবম। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হার্দিকের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে প্রশ্ন করা হয় দুবেকে। চেন্নাই সুপার কিংসের তারকা জানান, হার্দিক তাঁর ভাইয়ের মতো। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের থেকে শিখতে চান তিনি। শিবম বলেন, 'হার্দিক এমন একজন প্লেয়ার যার থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। ও আমার ভাইয়ের মতো। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ওর অভিজ্ঞতা অপরিসীম। আমি ওর থেকে অনেক কিছু শিখতে চাই। আমি ওকে প্রশ্ন করতেই থাকি। এমনকী ব্যাটিং নিয়েও। আমি কোনোদিন প্রতিযোগিতায় কথা ভাবিনি। আমি শুধু ওর পাশে খেলতে চাই। ওর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আরও উন্নতি করতে চাই।'
অলরাউন্ডার হলেও টি-২০ তে জাতীয় দলের হয়ে তাঁকে বেশি বল করতে দেখা যায়নি। কিন্তু গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর থেকে বল করার সুযোগ পান। ভারতীয় অলরাউন্ডার জানান, সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের আগেই তাঁকে কোচ এবং অধিনায়ক বল করার কথা জানিয়ে দেন। দুবে বলেন, 'অধিনায়ক এবং কোচ আমাকে আগেই জানিয়ে দিয়েছিল যে আমাকে বল করতে হবে। ওরা বলে, তোমার ওপর আমাদের আত্মবিশ্বাস আছে। আমার বোলিং কোচ অনেক সাহায্য করেছে। আমি অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। সুযোগের সদ্ব্যবহার করার জন্য তৈরি ছিলাম। এদিন সেই প্রস্তুতির পুরস্কার পেলাম। ইংল্যান্ড সিরিজ চলাকালীন, মরকেল আমাকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেয়। ক্রিজ কাজে লাগিয়ে স্ট্যাম্পের দূর থেকে বল করতে বলে। স্লোয়ার কাজে লাগাতে বলে। আমি অনেকদিন ধরে সেই চেষ্টাই করছি। আমার রান আপ ঠিক করতে সাহায্য করে। সেগুলোর জন্য আমি ভাল বল করতে পেরেছি। আমার গতি ভাল। বল হাতে আমি আত্মবিশ্বাস পাই।' পাকিস্তান ম্যাচের আগে বল হাতে অনবদ্য পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দেয় ভারত। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ছিনিয়ে নেয়। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। রেকর্ড করেন অভিষেক শর্মা।
