আজকাল ওয়েবডেস্ক: নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্ককে প্রকাশ্যে আনলেন তিনি।

শিখর ধাওয়ানের নতুন প্রেমিকা সোফি শাইন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে তিনি লেখেন, 'মাই লাভ', সঙ্গে একটি ভালবাসার হার্ট চিহ্ন। 

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। এই প্রথমবার সোফি এবং ধাওয়ান তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন, যা নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। ২০২৫ সালের শুরুতে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

পরে একটি মিডিয়া কনক্লেভে একসঙ্গে উপস্থিত হন তাঁরা, যেখানে ধাওয়ান ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নতুন করে প্রেমে পড়েছেন। লিঙ্কডিনে দেওয়া তথ্য অনুযায়ী, সোফি শাইন একজন আইরিশ প্রোডাক্ট কনসালটেন্ট।

জানা গিয়েছে, মার্কিন আর্থিক পরিষেবা সংস্থায় কাজ করার সুবাদে তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করছেন। সেখানেই শিখর ধাওয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়।

জানা গিয়েছে, সোফি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার আগে তিনি আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজে পড়াশোনা করেন। এর আগে মিডিয়া কনক্লেভে ধাওয়ান জানিয়েছিলেন, তিনি তাঁর অতীতের সম্পর্ককে পিছনে ফেলে এগিয়ে গেছেন, নতুন জীবনের পথে পা বাড়াতে চলেছেন গব্বর।