আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্বকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজ’ বলে আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
বুধবার নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে নতুন ভিসিএ স্টেডিয়ামে গম্ভীরের সঙ্গে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের একটি ছবি পোস্ট করে থারুর গম্ভীরকে তাঁর ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা ও আন্তরিক আলোচনা দারুণ উপভোগ করেছি। প্রধানমন্ত্রীর পর ভারতে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি তাঁরই!’
থারুর গম্ভীরের উপর থাকা প্রবল চাপ ও প্রতিদিনের জনসমালোচনার কথাও তুলে ধরেন। তাঁর কথায়, ‘প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তবু তিনি শান্ত থাকেন এবং নির্ভীকভাবে এগিয়ে চলেন।’
গম্ভীরের নেতৃত্বগুণেরও প্রশংসা করেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, গম্ভীরের নেতৃত্ব নীরব হলেও দৃঢ় ও কার্যকর। পাশাপাশি ভারতের আসন্ন সাদা বলের মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান থারুর।
পোস্টে তিনি যোগ করেন, ‘তাঁর নীরব দৃঢ়তা ও দক্ষ নেতৃত্বের জন্য একরাশ প্রশংসা। সাফল্য কামনা করি।’ থারুরের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীরও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত ‘অসীম ক্ষমতা’ নিয়ে সত্য ও যুক্তি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত, নিজের দলের সেরাদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানো হচ্ছে দেখে আমি মজা পাচ্ছি!’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা এই বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে বুধবার ভারত ৪৮ রানে জয় দিয়ে অভিযান শুরু করেছে।
