আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের ম্যাচ চলাকালীন ৮২,০০০-এরও বেশি দর্শকের ভিড়ে দুটি হ্যান্ডগান ও গুলি নিয়ে প্রবেশ করার অভিযোগে দুই যুবককে আটক করেছে ভিক্টোরিয়া পুলিশ। বৃহস্পতিবার রাতে কলিংউড এবং কার্লটনের ম্যাচ চলাকালীন এই ঘটনায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিরাপত্তা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, দুই যুবকের বয়স কুড়ির কোটায়। তারা স্টেডিয়াম ছাড়তে অস্বীকার করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তল্লাশির সময় ওই দুই যুবকের থেকে একটি লোডেড হ্যান্ডগানসহ দুটি বন্দুক এবং গুলি উদ্ধার হয়েছে।
উভয়কে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই এবং সাধারণ মানুষকে কোনও হুমকি দেওয়ার উদ্দেশ্য ছিল না ওই দুই যুবকের। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান স্টুয়ার্ট ফক্স এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক’। তিনি জানান, প্রাথমিক স্ক্রিনিংয়ে সন্দেহজনক কিছু শনাক্ত হলেও পরবর্তীতে তল্লাশি ঠিক মতো করা হয়নি। ফলে. দুই যুবক অস্ত্র নিয়েই স্টেডিয়ামে ঢুকে গিয়েছিল। কিন্তু পুলিশ তৎপর থাকায় তাদের গ্রেপ্তার করা গিয়েছে।
তবে এখন থেকে স্টেডিয়ামে প্রবেশ করাকালীন তল্লাশি আরও কঠোর করা হবে। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিরাপত্তা সিস্টেম প্রথমে দুই যুবককে চিহ্নিত করলেও কিছু ত্রুটির কারণে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কিন্তু মাঠের মধ্যে খারাপ ব্যবহারের কারণে দুই যুবককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা বেরোতে অস্বীকার করা পুলিশ ডাকা হয় এবং তখনই অস্ত্রসহ ধরা পড়ে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সিডনির এক রেডিও অনুষ্ঠানে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমি আশা করি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।
