আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দরে নেমেছেন ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি।
আর্জেন্টিনার সুপারস্টারের বহুল আলোচিত তিন দিনের ‘গোট ট্যুর’ যে ব্যাপক নজর কেড়বে, তা আগেই জানা গিয়েছিল। মেসিকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছিলেন।
মেসি বেরোনো মাত্র উপচে পড়ে ভিড়। ভারত এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা যায় মেসি ভক্তদের। সঙ্গে একনাগাড়ে চলে মেসি, মেসি ধ্বনি।
কিন্তু তার মধ্যেও এমন এক মুহূর্ত ধরা পড়ল যা লাইমলাইটে আসেনি ততটা, কিন্তু তার বার্তা ছিল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসিকে দেখার অপেক্ষায় বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা এক তরুণী সমর্থকের হাতে লেখা প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা ছিল, ‘Save Indian Football’ (ভারতীয় ফুটবলকে বাঁচাও)।
মেসির সফরকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা। তার মধ্যে এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংক্ষিপ্ত অথচ অর্থবহ এই ছবি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বহু ফুটবলপ্রেমীর মনে তা গভীর সাড়া ফেলেছে। ফুটবলের ম্যাজিশিয়ান মেসি এমন এক দেশে এসেছেন যেখানে চলতি মরশুমে ফুটবলের দেখা মিলবে কিনা ঠিক নেই।
ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর বৈঠক হচ্ছে। মিলছে না কোনও সমাধানসূত্র। আর এই জায়গাতেই ভক্তরা প্রশ্ন তুলছেন কোটি কোটি টাকা খরচ করে মেসিকে আনা হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এই চেষ্টাটা ভারতীয় ফুটবলকে বাঁচানোর পিছনে করা গেলে কি ভাল হত না?
উল্লেখ্য, তিনদিনের ভারত সফরে চার শহরে যাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুরু কলকাতা দিয়ে। তিলোত্তমায় মাত্র ১২ ঘণ্টার ঝটিকা সফর। বিশ্রাম নেওয়ারও সুযোগ পাবেন না মেসি।
শনিবার ঠাসা সূচি। যার শুরুটা যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন পাঁচতারা হোটেল দিয়ে। প্রথমেই স্পনসরদের প্রোগ্রাম। মিট অ্যান্ড গ্রিট মেসি।
সেখানেই ১০ লক্ষ টাকার বিনিময়ে তারকা ফুটবলারের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে ভক্তরা। তারপর সাড়ে দশটা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন।
১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলি।
তারপর সংবর্ধনা দেওয়া হবে মেসিকে। মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টার দলের প্লেয়ারদের সঙ্গে পরিচয় সারবেন মেসি।
ফুটবল ম্যাজিশিয়ানের পাশাপাশি থাকবেন দুই আর্জেন্টাইন তারকা লুই সুয়ারেজ এবং রডরিগো ডি পল। দুপুর দুটোয় প্রাইভেট জেটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন মেসি।
