আজকাল ওয়েবডেস্ক: জোড়া শতরানের পর জোড়া 'ডাক'। আবার সঞ্জু ফিরলেন সঞ্জুতেই। ধারাবাহিকতার অভাবের জন্য যেই উচ্চতায় পৌঁছনো উচিত ছিল, সেই জায়গায় যেতে পারেননি। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক শতরানের পর মনে হয়েছিল এবার হয়তো নিজের প্রতিভার প্রতি সুবিচার করবেন সঞ্জু। কিন্ত যে কে সেই! প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শূন্যতে আউট হয়ে সেই ভুল ভাঙলেন খোদ নিজেই। ২০২৪ সালে এখনও পর্যন্ত পাঁচবার শূন্যতে আউট হয়েছেন। জিম্বাবোয়ের রেগিস চাকাভার পর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন সঞ্জু। এর আগে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি 'ডাক' হয়েছিল ২০২২ সালে। এর পাশাপাশি আরও একটি লজ্জাজনক কীর্তি স্থাপন করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে জোড়া শতরানের পর জোড়া শূন্য করার রেকর্ড করলেন। 

সেঞ্চুরিয়নে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় ভারত। তিলক বার্মার শতরানে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলেন ভারত। আন্তর্জাতিক টি-২০ তে নিজের প্রথম শতরান তুলে নেন বাঁ হাতি। টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠান মার্করাম। কিন্তু সেই সিদ্ধান্ত তাঁদের পক্ষে যায়নি। পার্টনারশিপ ভাঙতে পারেনি বোলাররা। সঞ্জুকে শুরুতেই ফেরালেও, অভিষেক শর্মা এবং তিলক বর্মা দলকে বড় রানে পৌঁছে দেয়। একজন অর্ধশতরান, অন্যজন শতরান করেন। রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হেনরিচ ক্লাসেন এবং মার্কো জ্যানসেন ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার রান পায়নি। কিন্তু দ্বিতীয়জনের বিধ্বংসী ইনিংসও প্রোটিয়াদের জেতাতে পারেননি।