আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিতের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। নিজের থেকেও দল রোহিতের কাছে সবসময় প্রাধান্য পেয়েছে। চতুর্থ দিন কানপুরে মাত্র ৩৪.‌৪ ওভারে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল ভারত। শুরু থেকেই ঝড় তুলেছিলেন রোহিত ও যশস্বী। রান পান বিরাট, রাহুলও। আর ঝড় তুলতে গিয়ে একাধিক রেকর্ডও করে ফেলে ভারত। টেস্টে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের রেকর্ড এখন ভারতের দখলে। আর এটাই রোহিতের ট্রেডমার্ক বলে মনে করেন মঞ্জরেকার। তিনি বলেছেন, ‘‌এটাই রোহিতের অধিনায়কত্বের গুণ। রোহিত এভাবেই ভাবে। অন্যতম সেরা দল সেরা ক্রিকেটটাই খেলল। বৃষ্টির জন্য অনেক সময় নষ্ট হয়েছিল। তাই ভারতও আর সময় নষ্ট করেনি। পথটা দেখিয়েছে রোহিত। বাকিরা অনুসরণ করেছে। ২০২৩ সালের বিশ্বকাপেও ঠিক এই কাজটাই করে এসেছিল রোহিত। তাই ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদান ভোলা যাবে না।’‌ 


৩৭ বছর বয়সে এসে এরকম আক্রমণাত্মক ব্যাটিং যে অসম্ভব। তা মনে করিয়ে মঞ্জরেকার বলেছেন, ‘‌রোহিত ১১ বলে ২৩ করেছিল‌। তার মধ্যে তিনটে ছয় ও একটা চার। একদিনের বিশ্বকাপেও রোহিত ঠিক এই কাজটাই করেছিল। বড় রানের পিছনে ছোটেনি। শুরু থেকেই ঝড় তুলত। নিজের জন্য কোনওদিন খেলেনি। বরাবর দেশের হয়ে খেলেছে।’‌