আজকাল ওয়েবডেস্ক: কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করতে চলেছে বিসিসিআই। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সচিন তেন্ডুলকারকে ‘সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত করতে পারে। শনিবার বিসিসিআইয়ের বার্ষিক অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সচিনের। ৫১ বছর বয়সী তেন্ডুলকার ভারতের হয়ে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং টেস্ট ও ওডিআইতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন।

 

বোর্ড সূত্রে খবর, ২০২৪ সালের জন্য ‘সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পাচ্ছেন সচিন তেন্ডুলকার। উল্লেখ্য, ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ২০০টি টেস্ট এবং ৪৬৩টি ওডিআই ম্যাচ খেলার অনন্য রেকর্ড রয়েছে সচিনের নামে। টেস্ট ক্রিকেটে তিনি ১৫,৯২১ রান ও ওডিআই-তে ১৮,৪২৬ রান সংগ্রহ করেছেন। তবে নিজের ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিনি মাত্র একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে এই বিশেষ সম্মান পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও কিংবদন্তি উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ার।