আজকাল ওয়েবডেস্ক: লিডসে পাঁচ উইকেট নেওয়ার জন্য যশপ্রীত বুমরার ভূয়সী প্রশংসা করলেন শচীন তেন্ডুলকর। পাশাপাশি দুষলেন ভারতের ফিল্ডিংকে। আরও একবার ওয়ান ম্যান আর্মির ভূমিকায় তারকা পেসার। প্রথম ইনিংসের শেষে বুমরার দাপটে ভারতের রানকে টপকাতে পারেনি ইংল্যান্ড। ৪৬৫ রানে অলআউট হয়ে যায়। নিজের এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, 'বুমরাকে অভিনন্দন। একটা নো বল এবং তিনটে ক্যাচ মিস তোমার এবং নয় উইকেটের মধ্যে পার্থক্য গড়ে দিল।' দুর্দান্ত বল করেন তারকা পেসার। কিন্তু যশস্বী জয়েসওয়াল বুমরার বলে বেন ডাকেট, অলি পোপ এবং হ্যারি ব্রুকের ক্যাচ ফেলে। ব্রুককে শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নো বল ডাকেন আম্পায়ার। ২৪.৪ ওভার বল করে ৮৩ রানে ৫ উইকেট নেন বুমরা।

'সেনা' দেশে এটা বুমরার দশম পঞ্চম উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েন। আরও দু'বার পাঁচ উইকেট নিতে পারলে ওয়াসিম আক্রমকে ছাপিয়ে যাবেন। 'সেনা' দেশে পাকিস্তানের কিংবদন্তি ১১ বার পাঁচ উইকেট নেন। অ্যাওয়ে টেস্টে ১২তম বার পাঁচ উইকেট নিলেন বুমরা। ছুঁয়ে ফেলেন কপিল দেবকে। অস্ট্রেলিয়ায় চারবার পাঁচ উইকেট নেন ভারতীয় তারকা। তিনবার ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায়। দু'বার ওয়েস্ট ইন্ডিজে। ভারতের মাটিতে মাত্র দু'বার পাঁচ উইকেট সংগ্রহ করেন।