আজকাল ওয়েবডেস্ক: নিজের পছন্দের সর্বকালের তিনজন সেরা ব্যাটারকে বেছে নিলেন হাসিম আমলা। তাতে জায়গা হল না শচীন তেন্ডুলকরের। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্স এবং ভিভ রিচার্ডস। সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া তারকা জানান, আগে তাঁর ফেভারিট ছিল স্টিভ ওয়া, জ্যাক ক্যালিস এবং ব্রায়ান লারা। কিন্তু সেরা বাছতে গিয়ে লারাকে বাদ দেন। তাঁর তালিকায় নেই শচীন তেন্ডুলকরও। তার বদলে বিরাট কোহলিকে বেছে নেন। আমলা বলেন, 'বিগত বছরগুলোতে একাধিক গ্রেট প্লেয়ার এসেছে। বড় হওয়ার সময় আমার তিনজন পছন্দের প্লেয়ার ছিল ব্রায়ান লারা, স্টিভ ওয়া এবং জ্যাক ক্যালিস। কিন্তু এখন আমি তিনটে অন্য নাম বাছতে চাই। সম্প্রতি বিরাট কোহলিকে বেছে নেব। এবি ডি'ভিলিয়ার্স এবং পুরোনো দিন থেকে স্যার ভিভিয়ান রিচার্ডস।' নিজের দেশের প্লেয়ার বলে ডি'ভিলিয়ার্সকে তালিকায় রাখেন। কিন্তু আমলার তালিকায় জায়গা হয়নি সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকরের। যা কিছুটা আশ্চর্যের। 

কয়েকদিন আগে পছন্দের তালিকা বেছে নিয়েছিলেন ব্রায়ান লারা। এমনকী সেখানেও জায়গা হয়নি মাস্টার ব্লাস্টারের। অথচ একই প্রজন্মের দুই গ্রেটের মধ্যে সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। লারার তালিকায় গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস এবং অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ছিলেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ফিল টাফনেল, অ্যালেস্টার কুক, মাইকেল ভন এবং ডেভিড লয়েডের সঙ্গে একটি পডকাস্ট 'স্টিক‌ টু ক্রিকেট' এ যোগ দিয়ে নিজের সেরা দল বেছে নেন ক্যারিবিয়ান ক্রিকেটের রাজা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লারার তালিকায় জায়গা পাননি শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি। কিন্তু জায়গা পান রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে ছিলেন মাত্র দু'জন। রোহিত এবং বুমরা। এছাড়াও ছিলেন ক্রিস গেইল, শাহিন শাহ আফ্রিদি, কেভিন পিটারসেন এবং কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির এই তালিকা দেখে চক্ষু চড়কগাছ হয় ক্রিকেট ভক্তদের। শচীন-বিরাট নেই, অথচ কেভিন পিটারসেন, কেন উইলিয়ামসনরা জায়গা পান। এবার আমলার সর্বকালের সেরার তালিকা দেখেও অবাক হবেন ক্রিকেট ভক্তরা। তাঁর তালিকায় একমাত্র ভারতীয় বিরাট কোহলি। বাকি দু'জন দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের।

প্রসঙ্গত, ক্যারিবিয়ান ক্রিকেটের ব্যর্থতার জন্য ঘুরিয়ে আইপিএল এবং অন্যান্য টি-২০ লিগকে দায়ী করেন লারা। একটি পডকাস্টে এমনই দাবি করেন। লারা বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে সুযোগ পেতে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট‌ খেলেছি। অনেকে কাউন্টি ক্রিকেটও খেলেছে। এখন আমরা পশ্চিম পূর্বের দলগুলোকে মাপকাঠি মেনে চলছি। এই জায়গায় পৌঁছতে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। আপনারা জানেন, চারিদিকে চুক্তির ছড়াছড়ি। সেটায় প্লেয়ারের কোনও দোষ নেই।' ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পুনরুদ্ধারে ক্যারিবিয়ান কিংবদন্তির সাহায্য নিচ্ছে বোর্ড।