বলিউডের 'খিলাড়ি কুমার' অক্ষয় ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ হল। এই এই বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে অক্ষয় কুমার সম্প্রতি এমন কিছু মজার তথ্য শেয়ার করেছেন, যা আগে কখনও প্রকাশ্যে আসেনি। বিশেষ করে শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার দেওয়া এক অদ্ভুত ‘সতর্কবার্তা’ এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
2
6
অক্ষয় কুমার ও টুইঙ্কলের বিয়ের গল্পটা বেশ রোমাঞ্চকর ছিল। জানা যায়, তাঁদের বিয়ের আগে ডিম্পল কপাডিয়া অক্ষয়কে নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন। অক্ষয় তাঁর পোস্টে স্মৃতিচারণ করে জানান, ২০০১ সালে বিয়ের দিন তাঁর শাশুড়ি ডিম্পল কাপাডিয়া তাঁকে একটি বিশেষ সতর্কতা দিয়েছিলেন।
3
6
ডিম্পল বলেছিলেন, "বেটা, অদ্ভুত সব পরিস্থিতিতেও হাসার জন্য তৈরি থেকো, কারণ ও (টুইঙ্কল) ঠিক সেটাই করবে।" ২৫ বছর পর অক্ষয়ের স্বীকারোক্তি—তাঁর শাশুড়ি মা একদমই মিথ্যে বলেননি। অক্ষয় মজা করে বলেন, টুইঙ্কল সোজা পথে হাঁটার চেয়ে জীবনটাকে নেচে,গেয়েই পার করতেই বেশি ভালবাসে।
4
6
গত ২৫ বছর ধরে টুইঙ্কল তাঁকে হাসিয়েছেন, অবাক করেছেন এবং মাঝেমধ্যে কিছুটা দুশ্চিন্তায়ও রেখেছেন। অক্ষয় এই 'পাগলামি ভরা' ২৫ বছরকে ভালবেসে নাম দিয়েছেন '২৫ ইয়ার্স অফ ম্যাডনেস'।
5
6
নিজেদের বিবাহবার্ষিকী তাঁরা ঘরোয়াভাবে নয়, বরং বেশ রোমাঞ্চকর উপায়ে পালন করেছেন। এই দম্পতিকে দেখা গিয়েছে প্যারাগ্লাইডিং করতে। টুইঙ্কল এই অভিজ্ঞতার একটি ভিডিও ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
6
6
টুইঙ্কল এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, বিয়ের আগে ডিম্পল তাকে অক্ষয়ের সঙ্গে দু'বছর লিভ-ইন করার পরামর্শ দিয়েছিলেন। রাজেশ খান্নার সঙ্গে নিজের বৈবাহিক জীবনের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তিনি চেয়েছিলেন, বিয়ের পিঁড়িতে বসার আগে তাঁরা যেন একে অপরকে পুরোপুরি চিনে নেওয়ার সুযোগ পান।