২০২৬ সালের শুরুটা ভাল হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের। বছরের চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের মুখ দেখল তারা।
2
9
আল আউয়াল পার্কে আল নাসর ৩-২ গোলে হারায় আল শাবাবকে। ম্যাচে দুই দলই আত্মঘাতী গোল করে। তবু শেষ হাসি হাসে আল নাসের।
3
9
ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আল নাসের। জোয়াও ফেলিক্সের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আল শাবাবের সাদ ইয়াসলাম।
4
9
ছয় মিনিট পর গ্যালারি কাঁপান কিংসলে কোমান। ফেলিক্সের আরেকটি ক্রস থেকে তৈরি হওয়া সুযোগে দুর্দান্ত ওভারহেড কিকে গোল করেন তিনি। আল নাসেরের পক্ষে স্কোরলাইন তখন ২-০।
5
9
কিন্তু হাল ছাড়েনি আল শাবাব। ৩১ মিনিটে ম্যাচে ফেরে তারা। ডান দিক থেকে হাম্মাম আল হাম্মামি ঢুকে ক্রস করেন। বল সামলাতে না পেরে আল নাসেরের ডিফেন্ডার সিমাকান নিজেদের জালেই বল জড়ান।
6
9
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল শাবাব। ইয়ানিক কারাসকো মাঝমাঠ থেকে খেলা গড়েন। তাঁর বাড়ানো থ্রু পাসে কার্লোস জুনিয়র বক্সে ঢুকে গোল করে আসেন। সমতা ফেরে ম্যাচে।
7
9
দু'গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসার পর জয়ের আশা ছিল আল শাবাবের। কিন্তু বড় ধাক্কা আসে ভিনসেন্ট সিয়েরো লাল কার্ড দেখায়। কোমানের উপরে ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। এগারো থেকে দশে নেমে যায় আল শাবাব।
8
9
নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের সুবিধা পায় আল নাসের। ৭৬ মিনিটে আসে জয়সূচক গোল। বক্সের ভিতরে ওয়েসলির শট প্রতিহত হয়।
9
9
ফিরতি বলে ঠিক জায়গায় ছিলেন আবদুল রহমান ঘারিব। তাঁর শট আল শাবাব ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। আর এর ফলে ২০২৬ সালে প্রথম জয় তুলে নেয় রোনাল্ডোর আল নাসের।