শীতের ঝোড়ো ব্যাটিং থেমেছে গত কয়েক দিনে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই কনকনে ঠান্ডার আমেজ গায়েব জেলায় জেলায়। জানুয়ারির শেষেই কি শীত পুরোপুরি বিদায় নেবে বাংলা থেকে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সোমবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে।
3
6
আগামিকাল সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর আবারও খানিকটা তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ সরস্বতী পুজোয় ভরপুর ঠান্ডার আমেজ থাকবে না।
5
6
আজ রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
6
6
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।