তীব্র শৈত্যপ্রবাহ দিল্লি ও সংলগ্ন এলাকায়। রবিবাসরীয় সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। বাতাসের গুণগত মানও অত্যন্ত খারাপ পর্যায়ে। যার জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
2
7
ঘন কুয়াশা ও ধোঁয়াশার জেরে দিল্লিতে আজ সকালে দৃশ্যমানতা শূন্যের ঘরে। এর প্রভাবে ভোর থেকে বিমান ও ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।
3
7
রবিবার সকাল সাতটা নাগাদ দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৪৩৯। শনিবার দূষণ রোধে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) চতুর্থ ধাপ চালু হয়েছে।
4
7
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ সকালে সফদরজংয়ে দৃশ্যমানতা ছিল শূন্য। পালামে দৃশ্যমানতা ছিল ১০০ মিটার। ঘন কুয়াশার জেরে রাস্তাঘাটেও যানজটের সৃষ্টি হয়েছে।
5
7
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ৩৫ শতাংশ বিমান উড়ানে ও ২৭ শতাংশ বিমান অবতরণে দেরি হয়েছে। তবে বিমান বাতিল হয়নি এখনও।
6
7
ঘন কুয়াশার জেরে, দৃশ্যমানতা কম থাকার জেরে একাধিক ট্রেন ১২ ঘণ্টা দেরিতে চলাচল করছে। রাজধানী, দুরন্ত ও গরিব রথের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
7
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ২০ জানুয়ারির মধ্যে দিল্লিতে রাতের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।