আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর যুগ শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছেন গম্ভীর। শুক্রবার থেকে শুরু একদিনের সিরিজ। বিশ্বকাপ জেতার পর আজ প্রথম নামছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথমে শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এটা কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। তাই একদিনের সিরিজ খেলার জন্য রোহিত, বিরাটকে অনুরোধ করেন খোদ গম্ভীর। নতুন কোচের কথা ফেলতে পারেননি তাঁরা। দিন চারেক আগে দলের সঙ্গে যোগ দেন। আজ থেকে শুরু হয়ে যাবে আরও একটি নতুন অধ্যায়।
প্রথম দিনের অনুশীলনেই রোহিত এবং বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের নতুন হেড কোচকে। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল হারার পর আর ৫০ ওভারের ম্যাচ খেলেননি দুই তারকা। কিন্তু মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্যই তাঁদের খেলার জন্য অনুরোধ জানান গম্ভীর। প্রথম ম্যাচে দল গঠনে প্রধান চিন্তা উইকেটকিপার নিয়ে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে বিশ্বকাপে উইকেটের পেছনে দেখা যায় কেএল রাহুলকে। এবার পন্থ ফেরায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুটা এগিয়ে ঋষভ। কারণ ভারতীয় দলে বাঁ হাতির সংখ্যা কম। বোলিং কম্বিনেশন নিয়েও প্রশ্ন থাকছে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তাই সিরাজ এবং অর্শদীপের পাশাপাশি খেলানো হতে পারে হরষিত রানাকে। সুতরাং একদিনের ক্রিকেটে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের পেসারের। হাতেখড়ি হওয়ার সম্ভাবনা রিয়ান পরাগেরও। টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও সুযোগ পেয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশের জার্সিতে অভিষেক হয়। সেই থেকে দলে জায়গা ধরে রাখেন। ব্যাটের পাশাপাশি তাঁকে দিয়ে বলও করানো হয়। উইকেটও পান পরাগ। তাই এই ফরম্যাটে তাঁর অভিষেকের সম্ভাবনা প্রবল।
প্রথম দিনের অনুশীলনেই রোহিত এবং বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের নতুন হেড কোচকে। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল হারার পর আর ৫০ ওভারের ম্যাচ খেলেননি দুই তারকা। কিন্তু মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্যই তাঁদের খেলার জন্য অনুরোধ জানান গম্ভীর। প্রথম ম্যাচে দল গঠনে প্রধান চিন্তা উইকেটকিপার নিয়ে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে বিশ্বকাপে উইকেটের পেছনে দেখা যায় কেএল রাহুলকে। এবার পন্থ ফেরায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুটা এগিয়ে ঋষভ। কারণ ভারতীয় দলে বাঁ হাতির সংখ্যা কম। বোলিং কম্বিনেশন নিয়েও প্রশ্ন থাকছে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তাই সিরাজ এবং অর্শদীপের পাশাপাশি খেলানো হতে পারে হরষিত রানাকে। সুতরাং একদিনের ক্রিকেটে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের পেসারের। হাতেখড়ি হওয়ার সম্ভাবনা রিয়ান পরাগেরও। টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও সুযোগ পেয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশের জার্সিতে অভিষেক হয়। সেই থেকে দলে জায়গা ধরে রাখেন। ব্যাটের পাশাপাশি তাঁকে দিয়ে বলও করানো হয়। উইকেটও পান পরাগ। তাই এই ফরম্যাটে তাঁর অভিষেকের সম্ভাবনা প্রবল।
