আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগে নেটে হাই ইনটেনসিটি ট্রেনিংয়ে নিজেদের ডুবিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। নেটে দু'জনেরই পুরোনো ঝলক দেখা যায়। আগ্রাসী স্ট্রোক খেলতে দেখা যায় রোহিত, বিরাটকে। তাঁদের অনুশীলনের একটি ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিসিসিআই। সেটা দেখে কে বলবে দুই মহাতারকা ছন্দে নেই! ভিডিওতে ক্লাসিক্যাল শটের পাশাপাশি আক্রমনাত্মক শট মারতেও দেখা যায় রো-কো জুটিকে। বৃহস্পতিবার নাগপুরে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই নেবে টিম ইন্ডিয়া।
রোহিতের জন্য এটা শুধুমাত্র একটি সিরিজ নয়। নিজের হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাওয়ার লড়াই। ২০২৩ বিশ্বকাপ থেকে অন্য ভূমিকায় দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। প্রত্যেক ম্যাচেই শুরুটা বিধ্বংসী মেজাজে করেন। যা ভারতীয় ব্যাটিংয়ের ফাউন্ডেশন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু সম্প্রতি ছন্দে নেই রোহিত। লাল বলের ক্রিকেটে ডাহা ব্যর্থ। এবার নিজের পছন্দের ফরম্যাটে ছন্দ ফিরে পাওয়ার লড়াই। আগের দিন সাংবাদিক সম্মেলনে, রোহিতের ভয়ডরহীন ব্যাটিংয়ের প্রশংসা করেন শুভমন গিল। ব্যর্থতা কাটিয়ে রানে ফেরার চ্যালেঞ্জ হিটম্যানের সামনে। অন্যদিকে বিরাট কোহলির জন্যও চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নিপরীক্ষা। তার আগে রানে ফিরতে মরিয়া থাকবেন। পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল কোহলি। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন। এই সিরিজে আরও একটি মাইলস্টোন ছোঁয়ার হাতছানি তাঁর সামনে। আর মাত্র ৯৪ রান করলেই বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪,০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন কোহলি। নাগপুরে তাঁর গড় ৮১.২৫। তাই প্রথম ম্যাচেই এই রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকবে।
