আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, জনপ্রিয়তায় একচুল ঘাটতি হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আরও একবার প্রমাণ করছে। গণপতি দর্শনে মুম্বইয়ের ওরলিতে গিয়েছিলেন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু রোহিতের গাড়ি ঘেরাও করে নেয় শয়ে শয়ে সমর্থক। সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে গাড়ি থেকে বেরোন রোহিত। চিৎকারে ফেটে পড়ে গোটা চত্বর। তাঁর নামের ধ্বনিতে গর্জে ওঠে। 'মুম্বইচা রাজা', অর্থাৎ মুম্বইয়ের রাজা বলে চিৎকার করতে থাকে জনতা। ফ্যানদের ভিড়ে এগোতে পারছিল না রোহিতের গাড়ি। গাড়ির সানরুফ থেকে সমর্থকদের ভালবাসা গ্রহণ করেন ভারত অধিনায়ক। ফ্যানদের দিকে হাতও নাড়েন। 

শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি নয়, মুম্বইবাসীরা তাঁকে ভালবাসে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল জেতান। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনবদ্য পদ্ধতিতে রোহিতকে কুর্নিশ জানান সরফরাজ খান। ফ্যানের বানানো একটি রিল ইনস্টাগ্রামে পোস্ট করেন। যেখানে রোহিতের ব্যাটিং হাইলাইটস দেখা যায়। সেই পোস্টে চারটে হৃদয় ইমোজি দেন। যা থেকে রোহিতের প্রতি ভালবাসা স্পষ্ট। একই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন রোহিত এবং সরফরাজ। এছাড়াও রোহিতের নেতৃত্বে ২০২৪ ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। রিলের ব্যাকগ্রাউন্ডে 'ইয়ে ওয়াদা রাহা' গান চলছিল। বেশ কয়েক মাস ক্রিকেটের বাইরে রোহিত। শেষবার আইপিএলে খেলেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের সাদা বলের ক্রিকেটে ফিরবেন। সম্প্রতি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেসে ফিটনেস পরীক্ষা দেন রোহিত। পাসও করেন।

কয়েকদিন নিজের একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ইরফান পাঠানের সঙ্গে খোলামেলা আলোচনা করেন রোহিত। স্পষ্ট জানান, টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, যতদিন পারবেন একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান। তবে ইরফান পাঠান মনে করেন, গেম টাইম পাওয়া রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য চ্যালেঞ্জিং হবে। পাঠান বলেন, 'নতুন ফিটনেস টেস্ট মোটেই সহজ নয়। কেউ সেটা ক্লিয়ার করতে পারলে বুঝতে হবে, তাঁর ফিটনেস খুবই ভাল। ওর সঙ্গে আমার ফোনে লম্বা কথা হয়েছে। ওর ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য আমি ফোন করেছিলাম। ও খুবই উদগ্রীব। ও খেলা চালিয়ে যেতে চায়। প্লেয়ার যতক্ষণ ফিট আছে, বয়স পার্থক্য গড়ে দেয় না। কিন্তু ওর কাছে গেম টাইম পাওয়া চ্যালেঞ্জিং হবে। ভারতের হয়ে খেলার সময় মনে হয় না মোটিভেশনের কোনও অভাব হবে। সেটা রোহিত হোক, বা বিরাট বা মহম্মদ সামি। তবে ওরা কতটা গেম টাইম পাবে এবং কতদিন খেলা চালিয়ে যেতে পারবে, সেটাই প্রশ্ন। কারণ ওরা টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে।' প্রাক্তনরা সন্দেহ প্রকাশ করলেও বেশ ঝরঝরে দেখাচ্ছে রোহিতকে। কিছুটা ওজন কমিয়েছেন। আবার বাইশ গজে প্রত্যাবর্তন করতে মরিয়া।