আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর দু'সপ্তাহ বাকি। তার আগে সূর্যকুমার যাদবের ফর্ম চিন্তার বিষয়। দীর্ঘদিন আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে একনম্বরে ছিলেন স্কাই। কিন্তু প্রায় একবছর ধরে ব্যাটে রানের খরা। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে রান পেতে হিমশিম খান। বিশ্বকাপের প্রাক্কালে সূর্যের ফর্ম নিয়ে চিন্তিত রোহিত শর্মা। সতর্কবার্তা দিলেন টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। হিটম্যানের দাবি, স্কাইয়ের ফর্ম ভারতীয় ব্যাটিং অর্ডারকে সমস্যায় ফেলতে পারে। তবে যাতে সার্বিকভাবে ব্যাটিং বিপদে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে বাকি ব্যাটারদের। 

রোহিত বলেন, 'অধিনায়ক ফর্মে ফিরল না ফিরল না সেটা বড় বিষয় নয়। প্লেয়ারের ফর্মে থাকাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে সাত-আটজন ব্যাটার আছে, তাঁদের মধ্যে একজন কমে যাবে। আমাদের যা ব্যাটিং শক্তি, তাতে একজন একটানা ফর্মে না থাকলে তার প্রভাব দলের ওপর পড়বেই। সূর্য ভাল না খেলতে পারলে, ব্যাটিং লাইন আপ ভুগবে।' স্কাইপের ফর্ম নিয়ে সন্দিহান হলেও, তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। রোহিত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর, নেতৃত্ব পান সূর্যকুমার। মিস্টার ৩৬০ ডিগ্রির অধীনে ভারতের জয় ৭২ শতাংশ। রোহিত বলেন, 'আমার মনে হয়, সূর্য খেলাটা ভাল বোঝে, এবং দলের সতীর্থদের সম্বন্ধে ধারণা স্বচ্ছ। জানে তাঁদের থেকে কীভাবে সেরাটা বের করে নিতে হয়।' 

নিজের ফর্ম নিয়ে ভাবছেন খোদ ভারত অধিনায়ক। কিন্তু খেলার ধরনের কোনও বদল আনতে চান না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে সূর্য বলেন, 'আমি রান পাচ্ছি না। তবে আমি নিজেকে বদল করতে পারব না। গত তিন-চার বছরে আমি যা করছিলাম, সেটাই করে যাব। কারণ সেটা আমাকে সাফল্য দিয়েছে। এইভাবে ফর্মে ফিরতে পারলে ভাল। না হলে আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমি নেটে একইভাবে ব্যাট করছি।' তাঁর ফর্ম নিয়ে চর্চা চললেও, স্কাইয়ের দাবি, নির্দিষ্ট একজনের ফর্ম পার্থক্য গড়ে দেয় না। সূর্য বলেন, 'আমি যদি টিটি বা টেনিসের মতো কোনও খেলা খেলতাম, আমি নিজের ফর্ম নিয়ে চিন্তায় থাকতাম। তবে এটা টিমগেম। আমার প্রাথমিক দায়িত্ব দলের জন্য ভাবা। দল জিতলেই আমি খুশি। দলের সাফল্যের অঙ্গ হতে পারলে অবশ্যই ভাল লাগবে। তবে আমাকে বাকি ১৪ জনের কথাও ভাবতে হবে। ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবার জায়গা নেই।' বুধবার কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি-২০ ভারতের।