কঙ্গোর এই তারকা স্ট্রাইকার ফুটবলমহলে 'দ্য ট্যাঙ্ক' নামে পরিচিত।
9
11
আল আহলি, আল কাদশিয়া, ওয়াইদাদ এসি-র মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
10
11
কিন্তু তিরিশ বছর বয়সি ওয়াল্টার বাওয়ালা শেষ পর্যন্ত আর ইস্টবেঙ্গলে আসছেন না। তাঁকে লাল-হলুদ ছেড়ে দেওয়ায় অনেকেই বিস্মিত।
11
11
সূত্রের খবর, ওয়াল্টার বাওয়ালার চাহিদা যে খুব বেশি ছিল তা নয়। ইস্টবেঙ্গলে আসতে তিনি আগ্রহী ছিলেন। কিন্তু শেষপর্যন্ত কঙ্গোর দুর্ধর্ষ ফুটবলার আর কলকাতার ক্লাবে আসছেন না।