আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। তারমধ্যেই মঙ্গলবার একটি রিপোর্ট ভেসে ওঠে। তাতে দাবি করা হয়, বাংলাদেশের পাশে থাকতে নিজেদের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এটাকে অবাস্তব বলে উড়িয়ে দেন কামরান আকমল। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এই রিপোর্টের যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। আকমল বলেন, 'আমার মনে হয় না কোনও ক্রিকেট বোর্ড এমন করবে। মনে হয় না শুধুমাত্র একটা দলের পাশে দাঁড়াতে অন্য দলও নিজেদের সরিয়ে নেবে। যারা প্রতিবাদ জানাচ্ছে, তাঁদের সঙ্গে যোগ দেওয়া যুক্তিহীন। আমাদের বিষয়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলানো উচিত।'
পাকিস্তানের প্রাক্তন তারকার দাবি, পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেটে বোর্ডকে এই প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি। আকমল বলেন, 'সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি। পিসিবি বা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমাদের এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।' একই মনোভাব বসিত আলির। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর নির্ভর করবে, প্রাক্তন প্লেয়ার বা মিডিয়া রিপোর্টের ওপর নয়।
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান সবচেয়ে বড় ম্যাচ। সবচেয়ে বেশি রেভিনিউ দেয়। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আর্জিতে সায় দেয় পাকিস্তান। তারপরই এমন রিপোর্ট ছড়িয়ে পড়ে। জিও নিউজের তথ্য অনুযায়ী, ঢাকা এবং ইসলামাবাদের কর্তাদের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনায় ছিলেন পাকিস্তান ক্রিকেটে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও। মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পরই সমস্যার সূত্রপাত। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। অন্যদিকে, আইসিসি জানিয়ে দিয়েছে, ভেন্যু বদল করা হবে না। তাঁদের সময়সীমা বেঁধে দেওয়া হয়। বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
