এবার শুরু হতে চলেছে ইপিএফও থ্রি। ইতিমধ্যেই এবিষয়ে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। ইউপিআই থেকে টাকা তোলার নিয়মের পর এবার কী নতুন হতে চলেছে সেদিকেই সকলের নজর থাকবে।
2
9
ইপিএফও মানেই হল সকলের কাছে একটি ভরসার জায়গা। এই পরিষেবাকে যাতে দ্রুত করা যায় সেদিকে নজর রেখেই একে তৈরি করা হবে।
3
9
কোটি কোটি ইউপিএ গ্রাহকরা যাতে অতি সহজে এর সঙ্গে কাজ করতে পারেন সেদিকে নজর রেখেই আগামীদিনে কাজ করা হবে বলেই খবর মিলেছে।
4
9
ইপিএফও থ্রি-তে নতুন একটি পোর্টাল যুক্ত করা হবে। সেখানে থাকবে উন্নতমানের সফটওয়ার। আগামীদিনে যাতে ব্যাঙ্কের মতো কাজ করা যায় সেটি নিশ্চিত করাই এর প্রধান টার্গেট।
5
9
অফিসে না গিয়ে যাতে কাজ করা যায় সেদিকে নজর রাখাই ইপিএফও-র প্রধান টার্গেট। সেই কাজকেই তারা আগামীদিনে আরও দ্রুত করতে চান।
6
9
নতুন সিস্টেমে নতুন লেবার কোডকেও রাখা হবে বলেও খবর মিলেছে। বর্তমানে ইপিএফও-তে ৮ কোটি সক্রিয় সদস্য রয়েছেন। এখানে প্রায় ২৮ লাখ কোটি টাকার লেনদেন চলছে।
7
9
এবার এখান থেকে নিজেদের আরও আপগ্রেড করার কথা ভাবছে ইপিএফও। অসংরক্ষিত কর্মীদের জন্য আলাদা একটি ফান্ড তৈরির কথাও ভাবা হচ্ছে।
8
9
নতুন সিস্টেমের ফলে আরও বেশি টাকার লেনদেন করা হবেই খবর। দীর্ঘমেয়াদী হিসেবে কাজ করাই এই সংস্থার প্রধান টার্গেট।
9
9
এখানে এবার যুক্ত করা হবে এআই শক্তি। ফলে বিভিন্ন ভাষার সঙ্গে কাজ করতেও তাদের অনেক বেশি সুবিধা হবে।