আজকাল ওয়েবডেস্ক: এতদিন বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছিল, এবার তাতে সিলমোহর পড়ল। বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না আসায় সিদ্ধান্তকে সমর্থন জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিকে সেটা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বুধবার একটি বৈঠকে বসবে আইসিসি এবং বিসিবি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ জানুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশকে। জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প ভেন্যু দেওয়া সম্ভব নয়। এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থানে বহাল থেকে ভারতে বিশ্বকাপ খেলতে না আসতে চাইলে, তাঁদের বদলে সুযোগ পাবে স্কটল্যান্ড। 

আইসিসি বৈঠকের একদিন আগে, বাংলাদেশের সমর্থনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি পাঠান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করা হয়। জানান, বাংলাদেশের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের। সেই চিঠি আইসিসির সমস্ত বোর্ড সদস্যকে পাঠানো হয়েছে। এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে আইসিসি এবং বিসিবির মধ্যে। গত সপ্তাহে এই বিষয়ে ঢাকায় একটি বৈঠকও হয়। কিন্তু দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে।

আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভেন্যু বদলানো সম্ভব নয়। সূচি অনুযায়ী টুর্নামেন্ট চলবে। তারপরও অবস্থান বদলায়নি বাংলাদেশের। এবার প্রকাশ্যে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের পাশে দাঁড়াল পিসিবি। তবে এখনও সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ড সূত্রের খবর, এই বিষয়ে সমর্থনের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ। পাকিস্তান তাঁদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। গ্রুপের চার ম্যাচ ভারতে খেলার কথা বাংলাদেশের। তারমধ্যে প্রথম তিনটে কলকাতায়, একটি মুম্বইয়ে।