২১ জানুয়ারি সৌরভ দাসের জন্মদিন উপলক্ষে হইচই প্রকাশ করল তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক। সঙ্গে জানানো হল সিরিজটির মুক্তির তারিখ। জন্মদিনকে কেন্দ্র করে এই বিশেষ ঘোষণা থেকেই স্পষ্ট প্ল্যাটফর্মে দীর্ঘ ফরম্যাটের গল্প বলার ক্ষেত্রে আরও এক ধাপ এগোতে চলেছে এই সিরিজের নতুন অধ্যায়।
2
6
ফ্র্যাঞ্চাইজির প্রাণ হয়ে আবারও মন্টুর জগতে ফিরছেন সৌরভ দাস। তবে এবার মন্টু অনেক বেশি পরিণত, সংযত এবং অভিজ্ঞতার ভারে নুয়ে পড়া এক মানুষ। বয়স ও জীবনযুদ্ধের ছাপ এই মন্টুর উপস্থিতিতে স্পষ্ট।
3
6
মন্টুর যাত্রাপথে ভ্রমর হয়ে যেন স্থিরতা আর আবেগের এক জায়গা। সে যেমন দুর্বল হয়ে পড়তে পারে, তেমনই দৃঢ় হতে পারে। ভ্রমরের চরিত্রে শোলাঙ্কি রায়।
4
6
নীলকুঠিতে এবার নতুন চমক কালিন্দী। কৌশলী বুদ্ধিমত্তার মাধ্যমে সে এক নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করে। অভিনয়ে পার্নো মিত্র।
5
6
হইচই ফ্র্যাঞ্চাইজিতে এক গুরুত্বপূর্ণ নতুন সংযোজন কিউ। ‘মন্টু পাইলট ৩’-এ তিনি জাহাঙ্গির চরিত্রে এই সিজনের প্রধান প্রতিপক্ষ। পরিচালনার বাইরে একদম অন্যভাবে ধরা দিতে চলেছেন কিউ।
6
6
একসময় নীলকুঠির অবিসংবাদিত কর্ত্রী ছিল বিবিজান। আজ শক্তি কিছুটা ক্ষয়প্রাপ্ত হলেও তার ছায়া এখনও সেই জগত ও তার মানুষদের গভীরভাবে প্রভাবিত করে চলেছে। এই সিজনেও তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। অভিনয়ে ফের চান্দ্রেয়ী ঘোষ।