আজকাল ওয়েবডেস্ক: গতবছর টেস্টের পর এবার একদিনের সিরিজে হার। টি-২০ সিরিজে প্রায়শ্চিত্ত করতে চাইবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের হ্যাটট্রিক চাইবে না টিম গম্ভীর। বুধবার নাগপুরে শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে মহড়া সারতে চাইবে ভারতীয় দল। মাত্র দু'সপ্তাহ পরই শুরু টি-২০ বিশ্বকাপ। তার আগে মিডল অর্ডারের সমস্যা মেটাতে চাইবে টিম ইন্ডিয়া। আগের দিন সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব জানিয়ে দেন, দলে ফিরবেন ঈশান কিষাণ। তিন নম্বরে ব্যাট করবেন। তিলক বর্মার জায়গায় খেলবেন উইকেটকিপার ব্যাটার। শ্রেয়স আইয়ার থাকলেও আসন্ন বিশ্বকাপের দলে নেই তিনি। কিন্তু আছেন ঈশান। গত দু'বছর জাতীয় দলের বাইরে বাঁ হাতি ব্যাটার। তাই এদিন তিন নম্বরে ঈশানকেই খেলানো হবে।
এই প্রসঙ্গে সূর্যকুমার বলেন, 'ঈশান তিন নম্বরে ব্যাট করবে। কারণ ও আমাদের বিশ্বকাপের দলের অঙ্গ। ওকে আগে দলে নেওয়া হয়েছিল। তাই ওকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। গত দেড় বছর ধরে ভারতের হয়ে খেলেনি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে একটানা ভাল পারফর্ম করেছে। টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ঈশান। ওর শ্রেয়সের আগে সুযোগ পাওয়া উচিত। চার বা পাঁচ নম্বরে ব্যাট করার বিষয় হলে, সেক্ষেত্রে আলাদা প্রশ্ন ছিল। দুর্ভাগ্যবশত, তিলক না থাকায়, এই জায়গায় ঈশান আদর্শ।'
ওপেনিংয়ে কোনও বদল নেই। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন শুরু করবেন।শুরুতেই বিধ্বংসী জুটি। তিনে ঈশান কিষাণ। চার নম্বরে নামবেন সূর্যকুমার। বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া থাকবেন। হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রীত বুমরার প্রত্যাবর্তন পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাটে এবং বলে সমান পারদর্শী হার্দিক। যার ফলে একজন বাড়তি স্পিনার খেলানোর সম্ভাবনা থাকছে। বর্তমান ফর্মের ভিত্তিতে কুলদীপ যাদবকে পেছনে ফেলে শুরু করতে পারেন বরুণ চক্রবর্তী। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিংয়ের ওপর। এছাড়াও আছেন শিবম দুবে। পেস বিভাগে বুমরার সঙ্গী অর্শদীপ সিং। একদিনের সিরিজে শেষ ম্যাচে অর্ধশতরান করেন হর্ষিত রানা। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। যদিও শেষপর্যন্ত সেটা হয়নি। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়তে পারেন গম্ভীরের ফেভারিট।
ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং।
