আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট জীবনে প্রথমবার মাঠের বাইরে বসে টি-২০ বিশ্বকাপ দেখবেন রোহিত শর্মা। সেই ভাবনা মনে এলেই একপ্রকার আঁতকে উঠছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর নেতৃত্বে শেষবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপরই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন। বিষয়টির সঙ্গে যে মানিয়ে নেওয়া সহজ নয়, অকপটে জানান হিটম্যান। জানান, টিভির পর্দায় বিশ্বকাপ দেখতে অদ্ভুত লাগবে তাঁর। টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বর্তমানে শুধু একদিনের ক্রিকেট খেলেন। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু মাঠে থাকবেন না গতবারের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

একটি সাক্ষাৎকারে হিটম্যান জানান, বিশ্বকাপের অংশ না হতে পারা অত্যন্ত বেদনাদায়ক। রোহিত বলেন, 'আমরা ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে আলোচনা করছিলাম। বাড়িতে বসে বিশ্বকাপ দেখা অত্যন্ত কঠিন। বিশেষ করে টি-২০ বিশ্বকাপ। যেদিন থেকে শুরু হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত আমি প্রত্যেক বিশ্বকাপের অঙ্গ ছিলাম। তাই এবার একটু অন্যরকম লাগবে। বিশ্বকাপ খেলতে না পারলে তখনই বাস্তবের মুখোমুখি হতে হয়। তখনই এর অংশ না হতে পারার দুঃখ হয়। তবে আমি স্টেডিয়ামের কোথাও একটা থাকব। বিষয়টা এক না হলেও, ভিন্ন অভিজ্ঞতা হবে।' 

ভারতকে উচ্চপর্যায় নেতৃত্ব দিতে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সাক্ষাৎকারে সেগুলো তুলে ধরেন প্রাক্তন অধিনায়ক। তিনি জানান, সবার আস্থার মর্যাদা দিয়ে দল নির্বাচন নিয়ে সিদ্ধান্ত সবচেয়ে কঠিন। রোহিত বলেন, 'বিশ্বকাপের আগে একাধিকবার কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সবাইকে খুশি করে চলা যায় না। তবে সবার জন্য গুরুত্বপূর্ণ হল, বাদ পড়ার কারণটা জানা।' এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় ২০২২ টি-২০ বিশ্বকাপে শ্রেয়স ‌আইয়ারের বাদ পড়ার কারণ জানান তারকা ক্রিকেটার। রোহিত বলেন, 'আমরা এমন একজনকে চাইছিলাম যে বল হাতেও কিছুটা কার্যকরী হবে। সেই জন্যই দীপক হুডাকে নেওয়া হয়। কারণ ও তখন ভাল ফর্মে ছিল। শ্রেয়সের খারাপ লেগেছিল, উল্টোদিকে দীপক খুশি হয়েছিল। এইভাবেই সবকিছু চলে।' রোহিত জানান, এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এবং তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় শ্রেয়স ‌আইয়ারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। একইভাবে অন্যান্য সিনিয়র প্লেয়ারদেরও বাদ পড়ার কারণ জানানো হয়। 

প্রাক্তন তারকা জানান, অধিনায়ক হিসেবে তাঁর লক্ষ্য ছিল সবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা। তিনি মনে করেন, দলের মধ্যে খোলামেলা পরিবেশ থাকলে কঠিন সময়ও প্লেয়াররা দমে যায় না। রোহিত বলেন, 'আমি সবসময় সবার সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা করতাম।শুধুমাত্র ক্রিকেট নয়। ব্যক্তিগত জীবনও। কোনও বাধা ছিল না। আমার দরজা সবসময় খোলা থাকত।' একইসঙ্গে রোহিত জানান, রসবোধ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখে। আসন্ন বিশ্বকাপে ভারতকে নিয়ে আশাবাদী প্রাক্তন অধিনায়ক। রোহিত বলেন, 'গত বিশ্বকাপের ৮০-৯০ শতাংশ দল একই আছে। প্রায় দু'বছর সবাই একসঙ্গে খেলছে। যার ফলে বোঝাপড়া ভাল থাকবে। বিশ্বকাপে খেলতে নামার আগেই মাথায় লক্ষ্য সেট করে নিতে হয় বলে মনে করেন রোহিত। একমাত্র টার্গেট থাকে, বিশ্বকাপ জেতা। তার জন্য খোলামেলা আলোচনা, কখনও কঠিন আলোচনাও হতে পারে। রোহিতের শহরেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে ভারতের। এবার মাঠের বাইরে বসেই সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাবেন হিটম্যান।