আজকাল ওয়েবডেস্ক: এখনই অবসর নিচ্ছেন না। যেমন চলছে তেমনই চলুক। রবি রাতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা।
কিন্তু এটাও ঘটনা আর মাত্র দু’মাস পর রোহিতের বয়স হবে ৩৮। আর পরবর্তী বিশ্বকাপ সেই ২০২৭ সালে। যদিও ২০২৬ সালে ভারতে টি২০ বিশ্বকাপ রয়েছে। তবে রোহিত, বিরাটরা দেশের হয়ে এখন আর টি২০ খেলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের একদিন পর অর্থাৎ সোমবার বড় ঘোষণা করলেন রোহিত। বললেন, ‘২০২৭ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না। এই মুহূর্তে ভাল খেলার উপরেই মনোনিবেশ করছি। তাই ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না।’ রোহিত আরও বলেছেন, ‘এরকম কোনও পরিকল্পনাও নেই ভাবনায় যে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আগাম মন্তব্য করব। বরাবর কেরিয়ার নিয়ে একটা একটা করে ধাপ নিয়ে ভেবেছি। ভবিষ্যৎ নিয়ে এত ভাবনা পছন্দও নয়। আমি আপাতত ক্রিকেটকে উপভোগ করছি। দলকে নিয়ে ভাবছি। আমার সতীর্থরাও আশা করি আমার উপস্থিতিকে পজিটিভ নেয়। এখন এর বেশি আর কিছু বলব না।’
এটা ঘটনা টুর্নামেন্টের আগে রোহিতকে নিয়ে বহু সমালোচনা হয়েছে। কিন্তু তিনি মাথা ঘামাননি। টুর্নামেন্টেও দারুণ কিছু করেননি। গ্রুপের একটা ম্যাচে ৪১ করেছিলেন। তবে ফাইনালে ৭৬ রান করে দলকে জিতিয়েছেন। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। তার একদিন পরেই বড় আপডেট দিলেন রোহিত।
