আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
শনিবার দক্ষিণ আফ্রিকার ২৭ রান করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ৩৮ বছর বয়সী এই তারকা ব্যাটার। ভারতের রান তাড়া করার সময়ই এই কীর্তি গড়েন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলকে পৌঁছানো চতুর্থ ভারতীয় এবং মোট ১৪তম ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন রোহিত।
এই অভিজাত তালিকায় তার আগে ছিলেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান:
শচীন তেন্ডুলকর: ৬৬৪ ম্যাচ, ৩৪,৩৫৭ রান, ১০০ শতরান, ১৬৪ অর্ধশতরান
বিরাট কোহলি: ৫৫৬ ম্যাচ, ২৭,৯১০ রান, ৮৪ শতরান, ১৪৪ অর্ধশতরান
রাহুল দ্রাবিড়: ৫০৪ ম্যাচ, ২৪,০৬৪ রান, ৪৮ শতরান, ১৪৫ অর্ধশতরান
রোহিত শর্মা: ৫০৫ ম্যাচ, ২০,০০০ রান, ৫০ শতরান, ১১০ অর্ধশতরান
সৌরভ গাঙ্গুলি: ৪২১ ম্যাচ, ১৮,৪৩৩ রান, ৩৮ শতরান, ১০৬ অর্ধশতরান
মহেন্দ্র সিং ধোনি: ৫৩৫ ম্যাচ, ১৭,০৯২ রান, ১৫ শতরান, ১০৮ অর্ধশতরান
রোহিতের ২০ হাজার রানের বেশিরভাগই এসেছে সাদা বলের ক্রিকেটে। তিনি ওয়ানডেতে করেছেন ১১ হাজারের বেশি রান এবং টি-টোয়েন্টিতে ৪০০০ রানেরও বেশি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ৪২৩১ রান নিয়ে তিনি ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রোহিতের।
কেরিয়ারের শুরুর দিকে মিডল-অর্ডারে ব্যাটিং করে ধারাবাহিকতা পেতে হিমশিম খেতে হয় তাকে। ২০১৩ সালের মধ্যে ৮৬ ওয়ানডে খেলে তাঁর রেকর্ড ছিল অত্যন্ত সাধারণ, যা নিয়ে প্রশ্নও উঠেছিল।
কিন্তু সময়ের সঙ্গে নতুন করে নিজের জাত চিনিয়ে দেন রোহিত শর্মা। ওপেনিংয়ে উঠে এসে হয়ে ওঠেন একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটার।
একমাত্র ব্যাটার হিসেবে তিনটি দ্বিশতরান করা এমন রেকর্ড এখনও কেবল তারই দখলে। এর মধ্যে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার অপরাজিত ২৬৪ রানের ইনিংস এখনো পুরুষদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
আইসিসি টুর্নামেন্টেও রোহিত বরাবর দেশের হয়ে বড় ইনিংস খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান করে অনন্য কীর্তি গড়েন। এক আসরে সবচেয়ে বেশি শতরানর রেকর্ড, সঙ্গে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও।
ভারতের সাদা বলের ব্যাটিংয়ের ধরন বদলে দেওয়া রোহিত ২০২৩ বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে যান। যদিও ফাইনালের হার ছিল কষ্টদায়ক, পরে সেই আক্ষেপ ঘুচিয়ে দেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।
২০০৭ সাল থেকে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা একমাত্র ভারতীয় রোহিত টেস্ট ক্রিকেটেও দ্বিতীয় ইনিংস শুরু করেন ২০১৯ সালে ওপেনিংয়ের দায়িত্ব পাওয়ার পর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করলেও ২০২৫ সালে টানা দুটি ব্যর্থ সিরিজের পর অবসর নেন লাল বলের ক্রিকেট থেকে।
