আজকাল ওয়েবডেস্ক : আবার দুই বোর্ডের মধ্যে সংঘর্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামার নয়। পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানো নিয়ে শুরু। তারপর জার্সি এবং কিটসে আয়োজক দেশের নাম না রাখা নতুন বিতর্ক সৃষ্টি করে। এবার আরও একটি বিষয় নিয়ে দুই বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে অধিনায়কদের নিয়ে দুটো ইভেন্ট হওয়ার কথা। অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের পর রয়েছে ফটোশুট। এবার সেই অনুষ্ঠানে রোহিত শর্মাকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি বিসিসিআই। ভারত অধিনায়ককে পাকিস্তানে পাঠাতে চাইছে না বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইসিসিকে দুটো অনুষ্ঠানই দুবাইয়ে করার আবেদন জানিয়েছে বিসিসিআই। যাতে রোহিত উপস্থিত থাকতে পারে। যা শুনে প্রচন্ড ক্ষিপ্ত পিসিবির কর্তারা। একটি সূত্র জানান, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রেখে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে রাখা হয়েছে। সুতরাং এগুলো ছোটখাটো সমস্যা।'
অর্থাৎ, একটি বিতর্ক শেষ হওয়ার আগেই আরেক বিতর্কের সূত্রপাত। গতকাল থেকে একটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। টুর্নামেন্টের লোগো হিসেবে পাকিস্তানের নাম ভারতীয় দলের কিটস এবং জার্সিতে রাখা হয়নি। নিজেদের ম্যাচ দুবাইয়ে খেলায় পাকিস্তানের লোগো রাখতে চায়নি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে আইসিসি। জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্টের প্রধান আয়োজক হিসেবে পাকিস্তানের নাম তাঁদের জার্সি এবং কিটসে রাখতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, 'বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি আনছে। যা খেলাটার জন্য ঠিক নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে ওদের অধিনায়ককে পাঠাতে চাইছে না। আবার শোনা যাচ্ছে, ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম ছাপাতে চাইছে না। আশা করছি, আইসিসি এটা হতে দেবে না।' একাধিক ইস্যু নিয়ে সংঘর্ষে দুই বোর্ড। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপ আরব আমিরশাহিতে হলেও, পাকিস্তানের জার্সিতে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ছিল। আইসিসির হুঁশিয়ারির পর বিসিসিআই কী করে সেটাই দেখার।
