আজকাল ওয়েবডেস্ক: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং প্রাক্তন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
পাশাপাশি ভারতীয় টেনিসের কিংবদন্তি বিজয় অমৃতরাজকে প্রদান করা হয়েছে পদ্মভূষণ সম্মান। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান পাচ্ছেন তাঁরা।
হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, অন্যদিকে রোহিত শর্মা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অপরদিকে, বিজয় অমৃতরাজ ভারতীয় টেনিসের পথিকৃৎ হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসে বিশেষ স্থান দখল করে রয়েছেন।
এখনও পর্যন্ত মোট ৪০ জন ক্রিকেটার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার সেই গৌরবময় তালিকায় নাম লেখাতে চলেছেন এই দুই তারকা। আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে ধারাবাহিক ভাবে সাফল্য এনে দেওয়ার স্বীকৃতি হিসেবেই তাঁদের এই সম্মান প্রাপ্তি বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালের ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। এর পরের বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একদিনের ক্রিকেটে অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি।
একই বছরে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন ৩৮ বছর বয়সি এই তারকা ব্যাটার। বর্তমানে রোহিত শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলছেন এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।
২০২৫ সালের শেষের দিকে প্রথমবারের জন্য একদিনের ক্রিকেটের আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হন রোহিত শর্মা। যদিও দুই সপ্তাহ আগে সতীর্থ বিরাট কোহলি তাঁকে টপকে যান।
তবে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এক নম্বরে উঠে আসায় কোহলিও নিজের স্থান হারিয়েছেন। অন্যদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতীয় মহিলা দল।
নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। ফাইনালে হরমনপ্রীতের অসাধারণ ইনিংসের পাশাপাশি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
সেই ম্যাচে জেমিমা রড্রিগেজের সঙ্গে তাঁর জুটি নজর কাড়ে। পরিসংখ্যানের দিক থেকেও হরমনপ্রীত কৌর মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
তাঁর উপরে রয়েছেন শুধুমাত্র স্মৃতি মান্ধানা ও সুজি বেটস। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে স্মৃতি ও হরমনপ্রীত যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।
একদিনের ক্রিকেটেও ভারতের ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা হরমনপ্রীত। ২০২২ সালে নিয়মিত অধিনায়কত্ব নেওয়ার পর থেকে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে।
