আজকাল ওয়েবডেস্ক: জোড়া শতরানের পুরস্কার পেলেন ঋষভ পন্থ। আইসিসি টেস্ট ক্রমতালিকায় সর্বকালের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। বুধবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে সাত নম্বরে উঠে এসেছেন পন্থ। জোড়া শতরানের জেরে একধাপ উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। এর আগে অষ্টম স্থানে ছিলেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক টেস্টের জোড়া ইনিংসে শতরানের রেকর্ড করেন পন্থ। এর আগে এই নজির একমাত্র ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের। একই টেস্টে জোড়া শতরান করেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক।
লিডস টেস্টে দুই ইনিংসে ১৩৪ এবং ১১৮ রান করেন পন্থ। কিন্তু তাতে ম্যাচ বাঁচাতে পারেননি। প্রথম ইনিংসে শতরান করায় ক্রমতালিকায় এগিয়ে এসেছেন শুভমন গিলও। পাঁচ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে তেমন পরিবর্তন নেই। লিডসে পাঁচ উইকেট নিয়ে একনম্বর স্থান ধরে রাখেন যশপ্রীত বুমরা। ম্যাচ উইনিং শতরানের জন্য ক্রমতালিকায় এগিয়ে এলেন বেন ডাকেট। পাঁচ ধাপ এগিয়ে অষ্টম স্থানে চলে এলেন। ব়্যাঙ্কিংয়ে এগোন অলি পোপ এবং জেমি স্মিথও। ১৯ নম্বরে লিডস টেস্টে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ২৭ নম্বরে স্মিথ। একনম্বর স্থান ধরে রাখেন জো রুট। তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হ্যারি ব্রুক। অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন বেন স্টোকস।
