আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের দল ঘোষণার জন্য নির্বাচন মিটিং হবে রবিবার। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? সূত্রের খবর, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ ভারতীয় দলেক নেতৃত্ব দেবেন। এতেই বোঝা যাচ্ছে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন না।
২০২৪ সালে শেষবার পন্থ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফলে তাঁর ক্যাপ্টেন হওয়া নিয়ে সংশয় একটা থেকেই যাচ্ছে।
ইডেনে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেই চোট না সারায় গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে নামেননি তিনি। চিকিৎসার জন্য বাড়ি ফিরে গিয়েছেন তিনি। সূত্রের খবর গিলকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সামনে ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচি রয়েছে ভারতের। সূত্রের খবর, তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে সামনের দিকে তাকিয়ে।
পন্থ যদিও দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন, চবে ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে রাহুল। ১২টি ওয়ানডেতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এবং একটি টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন রাহুল। অধিনায়ক হিসেবে ৯টি ম্যাচে জয়ী হন তিনি। পন্থ টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচটি ম্যাচে দলের ক্যাপ্টেন ছিলেন। কিন্তু একটি ওয়ানডে ম্যাচেও তিনি অধিনায়ক ছিলেন না। গুয়াহাটি টেস্টের পরেই ভারতের ওয়ানডে সিরিজ। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেন, সেটাই দেখার।
